WB School Teachers : ৪ দিনের অতিরিক্ত ছুটি পেতে চলেছেন পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকরা! কেন পাচ্ছেন এই ছুটি? কবেই বা পাবেন? সমস্ত খুঁটিনাটি তথ্য জানাবো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য দুর্দান্ত সুখবর। নয়া সিদ্ধান্ত মোতাবেক চারদিনের একটানা ছুটি পেতে চলেছেন তাঁরা। সাধারণত বছরের শুরুতেই গোটা বছরের ছুটির তালিকা পেয়ে যান শিক্ষক-শিক্ষিকারা। সেই মোতাবেক বছরভর চলে ছুটি। তবে মাঝে মধ্যেই নতুন ছুটির ঘোষণা করে রাজ্য সরকার (West Bengal Government)। তবে এবার নয়া সিদ্ধান্তের ফলে যে ছুটির ঘোষণা হয়েছে তা কোনো উৎসবের জন্য নয়। বরং বিশেষ কারণে পরপর ছুটি পাবেন সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা (WB School Teachers)।
WB School Teachers-রা কেন ৪ দিনের ছুটি পাবেন?
ফেব্রুয়ারির প্রারম্ভে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024) শেষ হয়েছে সম্প্রতি। চলতি বছরের মাধ্যমিকে একাধিক নতুন পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। যেমন প্রশ্নফাঁস রুখতে ব্যবহৃত হয়েছিল বিশেষ ইউনিক কোড। এছাড়া পরীক্ষার নজরদারিতেও অতিরিক্ত সতর্ক ছিল পর্ষদ। সব মিলিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকেন রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষকরা (WB School Teachers)।
আরও পড়ুন : Madhyamik 2024 Result : কবে দেবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট? প্রকাশ্যে সম্ভাব্য তারিখ
মাধ্যমিক শেষ হতে এখন উত্তরপত্র মূল্যায়ন নিয়ে জোরদার কাজ চলছে। উত্তরপত্র মূল্যায়নের সঙ্গে যুক্ত আছেন অসংখ্য শিক্ষক-শিক্ষিকা। মধ্যশিক্ষা পর্ষদের টার্গেট, যত দ্রুত সম্ভব মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2024) প্রকাশ করতে হবে। আর সে কারণেই তৎপরতা চলছে যার কারণে ছুটির দিনেও কাজ করতে হচ্ছে শিক্ষক -শিক্ষিকাদের। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, রাজ্যের শিক্ষকদের মধ্যে অনেকেই দায়িত্বভার সামলানোর জন্য রবিবার-সহ অন্যান্য সরকারি ছুটির দিনগুলিতে ছুটি পাবেন না। মাধ্যমিক পরীক্ষার এক্সামিনার ও হেড এক্সামিনাররা চারদিনের ছুটি মিস করবেন।
WB School Teachers-রা কবে পাবেন ৪ দিনের ছুটি?
মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্ত অনুসারে, ১৮ ও ২৫শে ফেব্রুয়ারি রবিবার, ২৬ ফেব্রুয়ারি সবেবরাত ও ৮ মার্চ শিবরাত্রির দিনেও কাজ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষকদের। যেহেতু তাঁরা সরকারি ছুটির দিনেও কাজ করবেন, তাই তাঁদের ছুটি পুষিয়ে দিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। যে সকল শিক্ষক উক্ত দিনগুলিতে কাজ করার জন্য ছুটি পাবেন না, তাঁরা বাড়তি চারদিনের ছুটি পাবেন বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education)।
আরও পড়ুন : Madhyamik Result 2024 : মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড়ো ঘোষণা শিক্ষা মন্ত্রীর, সতর্কবার্তা দেওয়া হল শিক্ষক-শিক্ষিকাদের
তবে, শিক্ষকেরা যে উল্লিখিত দিনগুলিতে কাজ করেছেন, তার প্রমাণপত্র জমা দিতে হবে পর্ষদকে। সঠিক প্রমাণ জমা দিতে পারলে এপ্রিলের মধ্যে চারদিনের ছুটি নিতে পারবেন তাঁরা। মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তিতে ৩০ এপ্রিল তারিখটিকে উল্লেখ করেছে। ছুটির দিনে কাজ করা শিক্ষকদের এপ্রিল মাসের মধ্যে বাড়তি ছুটি দেওয়া হবে পর্ষদের তরফে। স্বাভাবিকভাবেই মাধ্যমিকের কারণে অতিরিক্ত চাপ পড়ে শিক্ষকদের (WB School Teachers) উপর। তার মধ্যে ছুটির হদিশ পেতে বেজায় খুশি রাজ্যের শিক্ষক-শিক্ষিকারা।