WB ITI 2024 : পশ্চিমবঙ্গে শুরু ITI এর ফর্ম ফিলাপ, নূন্যতম এই যোগ্যতা থাকলেই করতে পারবেন আবেদন

WB ITI 2024 : রাজ্যের সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে দারুণ সুখবর। আইটিআই ২০২৪ (ITI 2024)-এর ফর্ম ফিলাপ শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন সরকারি টেকনিক্যাল কলেজে আই টি আইয়ের বিভিন্ন ট্রেডে ভর্তি চলছে। তার আগে জেনে নেব আইটিআই ঠিক কি। আইটিআইয়ের পূর্ণরূপ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (Industrial Training Institute)। এবার জানব কিভাবে আবেদন করবেন, আবেদনের বয়স সীমাই বা কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা এবং কোর্সের সময়সীমা সম্পর্কেও সবিস্তারে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে।

WB ITI 2024

WB ITI 2024-এর বিস্তারিত তথ্য :-

  • শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। মাধ্যমিকে গড়ে ৩৫ শতাংশ নম্বর থাকতেই হবে, তবে এম গ্রুপে এডমিশন নিতে পারবে। এছাড়াও অষ্টম শ্রেণী পাস হলে তাঁরাও আবেদনযোগ্য, সে ক্ষেত্রে তাঁরা ই গ্রুপে এডমিশন নিতে পারবে।
  • বয়স : আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৪ বছর, সর্বোচ্চ বয়সের কোন সময়সীমা বেঁধে দেয়া হয়নি। ছেলেমেয়ে নির্বিশেষে উভয়ই আবেদনের যোগ্য।
  • আবেদন ফি : কন্যাশ্রী প্রাপ্ত মেয়েদের জন্য আবেদন ফি রয়েছে ১২৫ টাকা অথবা ১০০ টাকা, ছেলেদের ক্ষেত্রে সেই আবেদন ফি ২০০ টাকা।
  • কোর্সটির সময়সীমা : দুরকম কোর্সের সময়সীমা রয়েছে, কোনোটি এক বছরের, তো কোনোটি দু বছরের। এর মধ্যে দু বছরের কোর্সটি সর্বোত্তম।

আরও পড়ুন : Madhyamik 2024 Result : কবে দেবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট? প্রকাশ্যে সম্ভাব্য তারিখ

WB ITI 2024-এর ট্রেড সম্পর্কে কিছু ধারনা :-

M-গ্রুপের কিছু উল্লেখযোগ্য ট্রেড এর নাম হল :

  1. Electrician
  2. Fitter
  3. Turner
  4. Carpenter
  5. Machinist
  6. Welder (Gas and Electric)
  7. Plumber
  8. Mechanic Tractor
  9. Instrument Mechanic
  10. Mechanic Refrigeration and Air Conditioning
  11. Draughtsman (Civil)
  12. Mechanic Agricultural Machinery
  13. Mechanic Computer Hardware
  14. Sheet Metal Worker
  15. Painter General ইত্যাদি।

E-গ্রুপের কিছু উল্লেখযোগ্য ট্রেড এর নাম হল :

  1. Mason
  2. Welder
  3. Cutting Sewing
  4. Plumber
  5. Welder Pipe
  6. Dressmaking
  7. Wireman
  8. Sheet Metal Worker

M এবং E গ্রুপ মিলিয়ে এই সমস্ত ট্রেড গুলির বেশ চাহিদা রয়েছে। এই সমস্ত কোর্স করলে সহজেই চাকরি পাওয়া যায় অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, রেলের টেকনিক্যাল পদ, এপ্রেন্টিস, ওয়ার্কশপ প্রভৃতিতে। আইটিআই কোর্সের বিভিন্ন ট্রেড গুলির মধ্যে সবথেকে গুরুত্বপায় ফিটার ট্রেডটি, এটিকে মাদার ট্রেড বলা হয়। এবার জানবো অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন এবং ভর্তির প্রক্রিয়া।

আরও পড়ুন : Madhyamik Result 2024 : মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড়ো ঘোষণা শিক্ষা মন্ত্রীর, সতর্কবার্তা দেওয়া হল শিক্ষক-শিক্ষিকাদের

WB ITI 2024-এ আবেদনের পদ্ধতি ও ভর্তির প্রক্রিয়া :-

  • প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
  • পরবর্তী ধাপে মাধ্যমিকের প্রাপ্ত নম্বর অথবা অষ্টম শ্রেণির প্রাপ্ত নম্বর অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হয়।
  • মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাঁরা এরপরে কলেজ বাছাই করতে পারবে। ভালো নাম্বারের উপর বাড়ির কাছাকাছির কলেজে ভর্তি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
  • পরবর্তী ধাপে কলেজ বাছাই হয়ে গেলে কলেজে গিয়ে সাথে সাথে তাঁর ডকুমেন্ট এবং কোর্স ফি জমা দিতে পারবে।
    কলেজে ভর্তি হয়ে যাবার কিছুদিন পর থেকেই ক্লাস শুরু করে দেওয়া হয়।
  • কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সম্পূর্ণ মেরিট লিস্টের ভিত্তিতে এখানে ছাত্রছাত্রীরা ভর্তি সুযোগ পেয়ে থাকেন। তাই মাধ্যমিকের রেজাল্ট এবং অষ্টম শ্রেণীর রেজাল্ট যথেষ্টই গুরুত্বপূর্ণ। যে সমস্ত ছাত্রছাত্রীরা আইটিআই (WB ITI 2024) কোর্সে ভর্তি হবার ইচ্ছা রাখে তাদের জন্য মাধ্যমিকের রেজাল্ট এবং অষ্টম শ্রেণীর রেজাল্ট ভালো হওয়া বাঞ্ছনীয়।
Official Website Click

Leave a Comment

JoinJoin