PM Suryodaya Yojana : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২২ জানুয়ারি, সোমবার অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে দেশবাসীর বহু বছরের স্বপ্ন পূরণ হল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণেই পরই দেশের প্রত্যেকটি পরিবারের বিদ্যুতের অভাব পূরণ করতে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যা থেকে ফিরেই তিনি দেশের ১ কোটি বাড়ির ছাদে সৌর প্যানেল বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’র (PM Suryodaya Yojana) অধীনে এই লক্ষ্য পূরণের কথা শীঘ্রই কেন্দ্রের তরফে ঘোষণা করা হবে বলেও তিনি জানিয়েছেন।
PM Suryodaya Yojana-র বিস্তারিত তথ্য
এদিন অযোধ্যা থেকে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই টুইট করে দেশের ১ কোটি বাড়ির ছাদে সৌর প্যানেল বসানোর সিদ্ধান্তের কথা জানান। ইতিমধ্যে এই বিষয়ে একটি বৈঠকও করেছেন তিনি। সেই বৈঠক ও সৌর প্যানেল পর্যবেক্ষণ করার ছবি টুইটারে পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, “পৃথিবীর সমস্ত ভক্তরা সর্বদা সূর্যবংশী ভগবান শ্রী রামের আলো থেকে শক্তি পান। আজ, অযোধ্যায় পবিত্র উৎসব উপলক্ষ্যে আমার সংকল্প আরও জোরদার হয়েছে যে, ভারতের জনগণের বাড়ির ছাদে তাদের নিজস্ব সোলার রুফটপ সিস্টেম থাকা উচিত।”
তাই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করে ফিরেই ‘সূর্যোদয় যোজনা’ (PM Suryodaya Yojana) চালু করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী মোদী। টুইটারে তিনি লিখেছেন, “অযোধ্যা থেকে ফেরার পর এটাই আমি প্রথম সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের সরকার শীঘ্রই ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’ চালু করবে। এই প্রকল্পের অধীনে দেশের ১ কোটি বাড়ির ছাদে সৌর প্যানেল বসানোর লক্ষ্য নেওয়া হয়েছে।” বাড়ির ছাদে সৌর প্যানেল বসলে কেবল দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির পরিবারের বিদ্যুতের বিল কমবে না, ভারত বিদ্যুৎ ক্ষেত্রে আত্মনির্ভর হবে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
सूर्यवंशी भगवान श्री राम के आलोक से विश्व के सभी भक्तगण सदैव ऊर्जा प्राप्त करते हैं।
आज अयोध्या में प्राण-प्रतिष्ठा के शुभ अवसर पर मेरा ये संकल्प और प्रशस्त हुआ कि भारतवासियों के घर की छत पर उनका अपना सोलर रूफ टॉप सिस्टम हो।
अयोध्या से लौटने के बाद मैंने पहला निर्णय लिया है कि… pic.twitter.com/GAzFYP1bjV
— Narendra Modi (@narendramodi) January 22, 2024
সোমবার রাম মন্দির উদ্বোধনের পর অযোধ্যা থেকে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূর্যোদয় যোজনা (PM Suryodaya Yojana) চালু করার ঘোষণা করেন। এই যোজনার আওতায় কেন্দ্র সরকার 1 কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর লক্ষ্য নিয়েছে। যার ফলে খুব স্বাভাবিক ভাবেই বিদ্যুতের খরচ কম হবে আমজনতার। মুদ্রাস্ফীতির যুগে কিছুটা স্বস্তি আসবে সাধারণ মানুষের পকেটে। যদিও এই প্রকল্পের সময়সীমা বেঁধে দেয়নি সরকার। এছাড়াও, প্রধানমন্ত্রীর সৌর বিদ্যুৎ-এর ঘোষণার পরেই স্টার্লিং অ্যান্ড উইলসন রিনিউয়েবল এনার্জি লিমিটেডের শেয়ারের দাম লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। কোম্পানির শেয়ার 5 শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে 528.95 টাকায় পৌঁছেছে।