Stump Duty : লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ। রাজ্য বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশা ভরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বাজেটে দানপত্রের স্ট্যাম্প ডিউটি (Stump Duty) নিয়েও বড় ঘোষণা করেছেন রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তিনি জানিয়েছেন, ফ্ল্যাট, বাড়ি বা জমির দাম যাই হোক সর্বাধিক ১০০০ টাকা দিলেই তা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নথিভুক্তকরণ সম্ভব হবে। রাজ্য সরকারের এই ঘোষণার ফলে বহু মানুষ উপকৃত হতে চলেছেন।
বাজেটে Stump Duty নিয়ে ঘোষণার বিস্তারিত
এই পর্যন্ত জমি, সম্পত্তি রেজিস্ট্রেশনের জন্য দিতে হত ০.৫ শতাংশ স্ট্য়াম্প ডিউটি (Stump Duty)। নতুন নিয়ম ঘোষণার আগে কোনও বাড়ি বা সম্পত্তির মূল্য যদি ৬০ লাখ হত সেক্ষেত্রে তাঁদের দানপত্রের স্টাম্প ডিউটি বাবদ কর দিতে হত ৩০ হাজার। কিন্তু, এবার থেকে তা হাজার টাকাতেই হবে। ফলে সাধারণ মানুষের বড় একটা টাকা সাশ্রয় হয়। চন্দ্রিমা ভট্টাচার্য জানান, সমস্ত সরকারি বিভাগ, সংস্থা এবং পুরসভার ক্ষেত্রে এই নয়া নীতি প্রযোজ্য হতে চলেছে। যাতে গোটা প্রক্রিয়াতে স্বচ্ছতা বজায় রাখা যায় সেই জন্য একটি পোর্টাল চালু করা হবে। এর ফলে বহু মানুষ উপকৃত হতে চলেছেন।
আরও পড়ুন : Civic Volunteer : সিভিক ভলান্টিয়ারদের জন্য বড়ো খবর! বাড়বে ভাতা ও সুযোগ পাবেন পুলিশে চাকরির
উল্লেখ্য, বাজেটে একগুচ্ছ ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ DA। অতিরিক্ত এই চার শতাংশ DA ঘোষণার পর রাজ্য সরকারি কর্মীদের একাংশ স্বাভাবিকভাবেই খুশি। যদিও DA আন্দোলনকারীরা জানাচ্ছেন, তাঁরা আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে চলেছে। DA আন্দোলনকারীরা জানাচ্ছেন, এই টাকা তাঁদের ‘ভিক্ষে’ দেওয়ার মতো। আগামীদিনে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে বলে জানাচ্ছেন তাঁরা।
পাশাপাশি এদিনের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন এই প্রকল্পে জেনারেলদের জন্য বরাদ্দ ছিল ৫০০ টাকা এবং তফশিলি জনজাতির মহিলাদের জন্য ১০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। এই বাজেটে ঘোষণা করা হয় জেনারেলদের জন্য ১০০০ টাকা করে মাসিক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া হবে এবং তফশিলি জনজাতির মহিলাদের দেওয়া হবে ১২০০ টাকা। তাৎপর্যপূর্ণভাবে অস্থায়ী গ্রুপ সি এবং ডি কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। সিভিক, ভিলেজ এবং গ্রামীণ পুলিশদের ভাতাও বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘোষণার ফলে খুশি সংশ্লিষ্ট কর্মী মহলে। যদিও এই বাজেটকে কেবলমাত্র ভোটের জন্য বিশেষ চমক বলে দাবি করা হয়েছে।