Gold Price 29th Feb 2024 – মধ্যবিত্তের মুখে ফুটলো হাঁসি! মাসের শেষে কমলো সোনা-রুপোর দাম, দেখে নিন

Gold Price 29th Feb 2024 : সোনা ও রুপা এই দুটি ধাতু বাঙ্গালীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোন শুভ অনুষ্ঠানে বাঙালি সোনার গয়না কিনতে ব্যস্ত। অনেকে সোনার গয়না পড়তে ভীষণ ভালোবাসেন। বর্তমানে সোনার দাম (Gold Price Today) এতটাই ঊর্ধ্বমুখী যে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে। আজ জানবো গত কয়েক দিনের সোনা-রুপার বাজার দর (Gold Price 29th Feb 2024) সম্পর্কে চিত্রটি কী ছিল।

Gold Price 29th Feb 2024- এর বিষয়ে বিস্তারিত

সম্প্রতি সোনা এবং রুপোর দাম (Gold And Silver Price) অনেকটাই কমেছে। এই পরিস্থিতির জন্য মুখিয়ে থাকে সমস্ত মানুষই। অনেকে আবার এই সোনাতেই বিনিয়োগ করার কথা ভাবেন। অবশ্যই সেগুলি সাবেকি সোনা এবং রুপার গয়না। বিনিয়োগের ক্ষেত্রে সোনা-রুপার বিকল্প নেই কারণ প্রতিদিনই এর দাম ঊর্ধ্বমুখী হতে থাকবে তাই লাভ বই ক্ষতি হবে না বিনিয়োগকারীর। গত ২৬ শে ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার কলকাতার সোনা রুপার (Gold Price 29th Feb 2024) বাজারদরের চিত্রটি কেমন ছিল দেখে নিই এক ঝলকে।

আরও পড়ুন : RBI-এর কড়া নির্দেশ! 1 টাকা ও 50 পয়সার কয়েন না নিলেই হবে বড়ো বিপদ, নেওয়া হবে আইনি পদক্ষেপ, RBI One Rupee Coin guidelines

Gold Price 29th Feb 2024

সোনা এবং রুপার প্রত্যেকদিনই দাম (Today’s Gold And Silver Price) ওঠা নামা করে। গত ২৫শে ফেব্রুয়ারি রবিবার সোনা রূপার যে দাম বাজারে ছিল তার তুলনায় সোমবার দামে অনেকটাই পতন হয়েছে। ২৫শে ফেব্রুয়ারি রবিবার ১ কেজির উপর দাম ছিল ৭৪, ৯০০ টাকা সোমবার অর্থাৎ ২৬ শে জানুয়ারি ২০২৪ তারিখে এক কেজি রুপার দাম দাঁড়ায় ৭৪৮০০ টাকা। রুপোর পাশাপাশি সোনার দামেও কিছুটা পতন ঘটেছে।

আরও পড়ুন : DICGS Corporation : ব্যাংক বন্ধ হয়ে গেলেও নেই চিন্তা! নিশ্চিত ফেরত পাবেন 5 লাখ টাকা

২২ ক্যারেট সোনার দামের নিরিখে ২৫শে ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার সোনার দাম (Gold Price Today) ছিল ৫৭,৭০০ টাকা তবে বলে রাখার প্রয়োজন ২২ ক্যারেট সোনা বলতে ১০ গ্রাম বোঝায়। রবিবারের তুলনায় সোমবার অর্থাৎ ২৬ শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয় ৫৭,৬৯০ টাকা অর্থাৎ দামে বেশ কিছুটা পতন ঘটে। ২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দামের নিরিখেও রবিবার ২৫ শে ফেব্রুয়ারি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৬২৯৫০ টাকা।

আরও পড়ুন : 5 Rupee coin banned – বড়ো সিদ্ধান্ত RBI-এর, রাতারাতি বন্ধ ৫ টাকার মোটা কয়েন! আপনার কাছে কী আছে?

সোমবার অর্থাৎ ২৬ শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়ায় ৬২৯৪০ টাকা। সোনা প্রেমী মানুষজনেরা সব সময় মুখিয়ে থাকেন প্রতিদিনের সোনার বাজার দরের দিকে। সোনার দামে পতন ঘটলেই পৌঁছে যান সোনার দোকানে। বাঙ্গালীদের জীবনে সোনা কেনার একটা বিশেষ রীতি রয়েছে। সোনার প্রতি তাই দুর্বলতাও রয়েছে অনেকের, দামে পতন ঘটলেই সোনার দোকানে ভিড় জমতে শুরু করে সাধারণ মানুষের।

Leave a Comment

JoinJoin