5 Rupee coin banned : নোট বন্দির এক ভয়াবহ অভিজ্ঞতাতে আমরা সকলেই ভুক্তভোগী। দেশ জুড়ে কালোবাজারি রুখতে আচমকাই সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার, আবারও সেই কালোবাজারি এবং পাচার কাজ রুখতে নয়া নির্দেশিকা জারি করল আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। কী সেই নির্দেশিকা? বিস্তারিত জানানো হল এই প্রতিবেদনে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে মোটা পাঁচ টাকার কয়েন (5 Rupee coin banned) আর দেখা যাবে না বাজারে।
5 Rupee coin banned নিয়ে কি সিদ্ধান্ত নিলো RBI?
এর কারণ হিসেবে বলা হয়েছে দেশজুড়ে যেভাবে প্রতিনিয়ত বাড়ছে পাঁচ টাকার (5 Rupee coin banned) পুরনো মোটা কয়েন পাচার চক্রের কাজ, সেই কাজকে রুখতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) তরফ থেকে এই কড়া পদক্ষেপ। অবিলম্বে যাতে এই পাঁচ টাকার মোটা কয়েন বন্ধ হয় সেই নির্দেশই দিয়েছেন তাঁরা। প্রশ্ন হল কি এমন রয়েছে এই পাঁচ টাকার মোটা কয়নে (Old 5 Rupee coin) যার জন্য পাচার কাজ চলছে এই কয়েনকে ঘিরে।
5 Rupee coin নিয়ে কেন এমন সিদ্ধান্ত নিলো RBI?
এই কয়েনে রয়েছে এক বিশেষ ধরনের ধাতু, যে ধাতু দাড়ি কাটার ব্লেড তৈরিতে উপযোগি, আর এই ব্লেড অত্যন্ত ভালো কোয়ালিটির না হলেও দাড়ি কাটার কাজে অনায়াসেই ব্যবহার করা যায়। একসময় বাজারে এই সমস্ত দাড়ি কাটার ব্লেডের চাহিদা ছিল তুঙ্গে। মূলত এইসব মুনাফাকারীরা, সেই সুযোগটিকে কাজে লাগিয়ে এই পাঁচ টাকার কয়েনকে ঘিরে চালাচ্ছিল পাচার চক্র। এই পাচার চক্র চলতো প্রতিবেশী দেশ নেপাল এবং বাংলাদেশেও। পাঁচ টাকার কয়েনগুলিকে গলিয়ে তাঁরা ধাতু বের করত এবং ধাতুটি দিয়ে দাড়ি কাটার ব্লেড তৈরি করতো।
জানা যায় একেকটি কয়েন গলিয়ে প্রায় বারো টাকার দাড়ি কাটার ব্লেড তৈরি করা সম্ভব হত। এই ষড়যন্ত্রের খবর আগে থেকেই ছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে তাই অবিলম্বে এই পাচার কাজ রুখতে এই সিদ্ধান্ত নেয় তাঁরা। আগামী দিনে আরবিআই সারা দেশ থেকে এই মোটা পাঁচ টাকার কয়েন যত শীঘ্র সম্ভব সরিয়ে নিচ্ছে। প্রশ্ন উঠছে এই ৫ টাকার কয়েন (5 Rupee coin) সরিয়ে নেবার ফলে বাজার অকেজো হয়ে পড়বে কিন্তু সে ব্যবস্থাও করে রেখেছে আর বি আই। চিন্তার কোনো কারন নেই।
আরও পড়ুন : DICGS Corporation : ব্যাংক বন্ধ হয়ে গেলেও নেই চিন্তা! নিশ্চিত ফেরত পাবেন 5 লাখ টাকা
মোটা পাঁচ টাকার কয়েনের (5 Rupee coin) পরিবর্তে বাজারে তাঁরা অন্য রঙের পাঁচ টাকার কয়েন চালু করেছেন। বর্তমানে সাধারণ মানুষের হাতে যে সমস্ত পাঁচ টাকার কয়েন রয়েছে সেগুলি বৈধ। আরবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে মোটা পাঁচ টাকার কয়েন বন্ধ করতেই নিয়ন্ত্রণে চলে এসেছে পাচার কান্ড। আশা করা যায় আগামী দিনেও এভাবেই কঠোর হাতে সমস্ত পরিস্থিতি মোকাবিলা করবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)।