Interim Budget 2024 : সামনেই আসতে চলেছে লোকসভা নির্বাচন, আর ঠিক তার আগেই অন্তর্বর্তী বাজেট (Interim Budget 2024) পেশ করেছেন অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। যেহেতু শাসক দল বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা আছে তাই বাজেট (Interim Budget 2024) গৃহীত হয়ে যাওয়ায় কোনও অসুবিধা হবে না। এই বাজেটের ভালো-মন্দ দিক নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে বাজারে। তবে এবারের বাজেটে (Interim Budget 2024) অর্থমন্ত্রী ঘোষণা করেছেন এক দুর্দান্ত নতুন প্রকল্পের কথা যা শুনে বেশ খুশি তরুন প্রজন্মের লোকজন।
মানুষ ভেবেছিল লোকসভা ভোটের আগে হয়তো আয়কর ঝাড়বৃদ্ধি গরিব মধ্যবিত্তের জন্য বিশেষ উপহার ঘোষণা করে চমকে দেবেন নির্মলা সীতারমন। যদিও বাস্তবে এমন কিছুই করেননি তিনি। তবে তিনি নির্দিষ্ট ক্ষেত্র জ্বলে বেশ কয়েকটি নতুন নতুন ঘোষণা করেছে। যা দেখে অনেকেই মনে করছেন সামনের লোকসভা ভোটে জেতার জন্যই এই ধরনের কাজ করছে কেন্দ্রীয় সরকার ।
কত টাকা লোনের কথা ঘোষণা করা হয়েছে Interim Budget 2024-এ?
তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্যে সুফল দেবে এমনই একটি নতুন প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রী বাজেট (Interim Budget 2024) পেশের সময় বলেন, ভারত প্রযুক্তিতে অনেকটা এগিয়ে এগিয়েছে। আগামী দিনে এই চল আরও বাড়বে। তরুণ প্রযুক্তিবিদ এবং উদ্যোগপতিরা এই সংক্রান্ত পরিকাঠামো গড়ে তোলা এবং ব্যবসা শুরু করার ক্ষেত্রে যাতে সমস্যায় না পড়ে তার জন্য ৫০ বছরের দীর্ঘমেয়াদে সুদবিহীন বা নামমাত্র সুদে ঋণ দেওয়া হবে। এত লম্বা সময় তাও বিনা সুদের ঋণ এমন সুযোগ প্রায় কোথাও দেয়া হয় না। এই প্রথম এমন সুযোগ পেতে চলেছে সাধারণ মানুষ। তাই এই ঘোষণা হওয়ার পর থেকেই বেশ খুশিতে রয়েছেন তারা। এই দীর্ঘমেয়াদি বিশেষ ঋণ প্রদানের জন্য এক লক্ষ কোটি টাকার একটি বিশেষ তহবিল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার।
তবে এই লোন পেতে গেলে কি কি যোগ্যতা লাগবে কি কি ডকুমেন্টস লাগবে সেই সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তবে আশা করা যায় খুব শিগগিরই এই সমস্ত বিষয়েও জানিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। তবে এই প্রকল্পের সুবিধা কবে থেকে সাধারণ মানুষ পাবেন কিভাবে সাধারণ মানুষ এই প্রকল্পের সুবিধা ভোগ করবেন সে বিষয়ে খুব শীগ্রই জানাবে সরকার। তবে বিশেষজ্ঞরা মনে করছে এই ঋণ একবার দেওয়া শুরু করা হলে ভারতের বহু সাধারণ মানুষ উপকৃত হবে। এই খবরটি পড়ে আপনি উপকৃত হলে অবশ্যই সবার সঙ্গে এটিকে শেয়ার করে দিন এবং এই ধরনের খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি ফলো করুন।