Lakshmir Bhandar : লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে ফের বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেশ কয়েক বছর আগেই বাংলার মা বোনেদের কথা ভেবে মমতার সরকার শুরু করেছিল লক্ষীর ভান্ডার প্রকল্প। সেই প্রকল্পের আওতায় এখনো অবধি রাজ্যের মা বোনেরা মাসে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত পেয়ে থাকেন। তবে সম্প্রতি লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) অনুদানের পরিমাণ বাড়বে কিনা তা নিয়ে সম্প্রতি জল্পনা তৈরি হয়েছে। এই সমস্ত কিছুর মধ্যেও আবার অনেকে লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) জন্য আবেদন করার পরেও তারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাননি। এই সমস্ত কিছুর মধ্যেই এক বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ঘোষণা শুনে হাসি ফুটেছে রাজ্য সাধারণ মানুষের মুখে।
Lakshmir Bhandar নিয়ে বড়ো ঘোষনা মুখ্যমন্ত্রীর, জেনে নিন
বিশেষ সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে ভাল ফল করার জন্য তৃণমূলের পক্ষ থেকে চালু করা সামাজিক প্রকল্পগুলিকেই হাতিয়ার করা হতে চলেছে। তার মধ্যেই রাজ্যের মহিলাদের সমর্থন বেশি করে পেতে লক্ষ্মীর ভান্ডার এর উপর জোর দেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। কিন্তু আবার অপরদিকে আবেদন করা সত্ত্বেও বহু মানুষ এই প্রকল্পের টাকা পাচ্ছেন না। তাই এই বিষয়টিকে আবার হাতিয়ার করার চেষ্টা করছেন বিরোধীদলেরা। তাই তাদেরকে ঝোপের মুখে টিপতে না দেওয়ার জন্য হাতিয়ার হিসাবে নিজের মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি হওয়া দক্ষিণ 24 পরগনা জয়নগরের একটি দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দুয়ারে সরকার ক্যাম্পে যারা লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের জন্য আবেদন জানিয়েছিলেন রাজ্যের সেই সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব দ্রুত অনুদানের টাকা ঢুকতে শুরু করবে। এছাড়াও বার্ধক্য ভাতা নিয়েও তিনি বেশ কিছু কথা জানান। মমতা বলেন, যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিলাপ করার পরও টাকা পাননি তাদের একাউন্টেও খুব শীগ্রই এই টাকা ঢুকবে। এবং যারা এবারের দুয়ারে সরকারের নতুন করে ফরম ফিলাপ করেছেন তারাও এই টাকা খুব শীঘ্রই পাবেন।
তিনি আরো জানান এই সমস্ত টাকা ঢুকতে দেরি হওয়ার পিছনে আসলে দায়ী কেন্দ্রের সরকার। তিনি বলেন কেন্দ্রীয় সরকার রাজ্যের বরাদ্দ অর্থ আটকে রাখাতেই এই জরুরি সামাজিক প্রকল্পগুলির অর্থ দিতে কিছুদিন দেরি হচ্ছে। তবে যাই হোক না কেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই সবার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার এবং বার্ধক্য ভাতা টাকা ঢুকবে। স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই কথা শুনে বেশ খুশি সাধারণ নাগরিকেরা।