Lottery Ticket Winning : লটারিতে ছিলো বিশেষ দুই সংখ্যা, 33 কোটির জ্যাকপট পেয়ে ভাগ্য বদলালো রাজীবের

Lottery Ticket Winning : ১৯৫৮ সালের একটি ভারতীয় বাংলা কমেডি চলচ্চিত্র হল ভানু পেল লটারি, যেখানে ভাগ্য পরীক্ষার খেলায় ভানুর ভাগ্য শিকে ছিড়েছিল। সে লটারিতে (Lottery Ticket Winning) জিতেছিল ৩ লাখ ৯৫ হাজার টাকা। ২০২৪-এ ভাগ্য শিকে ছিঁড়ল রাজীব আরিক্কাত। তিনি লটারির খেলায় জিতেছেন এক কোটি নয়, দু কোটি নয় ৩৩ কোটি টাকা। অবিশ্বাস্য মনে হলেও এটিই সত্যি। রাজীব কাজের সূত্রে আবু ধাবিতে থাকেন। পরিবারে তাঁর স্ত্রী ও দুই সন্তান। একজনের বয়স ৫ তো অন্য জনের বয়স ৮। ১০ বছর ধরে তিনি অনলাইনের কাজের পেশার সাথে যুক্ত। লটারির (Lottery Ticket Winning) টিকিট কাটার একপ্রকার নেশা লেগেছিল। বিগত তিন বছর ধরে তাই নিয়ম করে লটারি টিকিট কাটেন তিনি, বলা চলে বাংলার জনপ্রিয় প্রবাদ ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা।

আরও পড়ুন : Civic Volunteer : সিভিক ভলান্টিয়ারদের জন্য বড়ো খবর! বাড়বে ভাতা ও সুযোগ পাবেন পুলিশে চাকরির

Lottery Ticket Winning

অনেকেই এটি পছন্দ করেন আবার অনেকেই এটি হেঁয়ালি করে বলে থাকেন কিন্তু ছেঁড়া কথায় শুয়েও যে লাখ টাকার স্বপ্ন দেখা যায় এবং সে স্বপ্ন বাস্তবে সত্যি হয় তার প্রত্যক্ষ উদাহরণ রাজীব আরিক্কাত। তিনি জানান তাঁর স্ত্রী তাঁর দুই সন্তানের জন্ম তারিখ মিলিয়ে লটারি টিকিট কেটেছিলেন। অবিশ্বাস্যভাবে তিনি যে বিজয়ী হবেন তা হয়তো তিনি নিজেও ভাবতে পারেননি। কিন্তু প্রতিবারই কোনো না কোনো আশাতেই মানুষ লটারি টিকিট কেটে থাকেন। তিনিও তাই কাটতেন, এবারে স্বপ্ন বাস্তবে প্রতিফলিত হলো আনন্দে এক প্রকার আত্মহারা রাজীব।

Lottery Ticket Winning-এর টাকায় কি করবেন রাজীব?

রাজীব জানিয়েছেন তারই লটারিতে (Lottery Ticket Winning) বিজয়ী হয়ে পাওয়া অর্থ তিনি ১৯ জনের সাথে ভাগ করে নেবেন। আবু ধাবিতে বিগ টিকিটস সাপ্তাহিক লটারি কেটেছিলেন, সেই লটারিতেই জ্যাকপট হিসেবে পেয়ে গেলেন ১৫ মিলিয়ন দিরহাম যা ভারতীয় মুদ্রায় ৩৩ কোটি টাকা। খালিজ টাইমস অনুযায়ী জানা যায় রাফেল ড্র নাম্বার ২৬০ এর সময় রাজিব ০৩৭১৩০ এই নম্বরের টিকিট পেয়েছিলেন. তাঁর এই নম্বরই তাঁর ভাগ্য পরিবর্তন করে দিল রাতারাতি। কার যে কখন ভাগ্যের আকর্ষিক পরিবর্তন ঘটবে তা আমরা কেউই জানিনা। তাই লটারির ওপর আস্থা রাখুন, আস্থা রাখুন নিজের ভাগ্যের ওপর সাফল্য একদিন ঠিকই ধরা দেবে। ঠিক যেমন ধরা দিল রাজীবের কাছে। তাই হতাশ না হয়ে নিয়ম করে লটারি টিকিট কাটতে ভুলবেন না।

আরও পড়ুন : PM Vishwakarma Yojana : এই কাগজ না থাকলেই বিপদ! ঢুকবে না বিশ্বকর্মা যোজনার টাকা

Leave a Comment

JoinJoin