Aadhaar Card Deactivate : বাতিল আধার কার্ড! বাড়িতে আসছে চিঠি? অবশ্যই করুন এই কাজ

Aadhaar Card Deactivate : বাতিল হওয়া আধার কার্ড নিয়ে চিন্তিত? আপনার সব চিন্তা দূর করবো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। আধার কার্ড বাতিল হওয়াকে নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে বরং ঠান্ডা মাথায় সেরে ফেলতে হবে কয়েকটি কাজ, তাহলেই আবার সক্রিয় হয়ে উঠবে নিজের আধার কার্ডটি (Aadhaar Card)। বর্তমানে আধার কার্ড জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে। আধার নম্বর না থাকলে ব্যাংক, স্কুল এমনকি ভর্তুকির ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে। তাই অযথা চিন্তা না করে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে ফেলুন এবং জেনে নিন কিভাবে নিজের আধার কার্ডটিকে সক্রিয় রাখবেন। মাত্র কয়েকটি পদক্ষেপ তাহলেই নিজের আধার কার্ড থাকবে সুরক্ষিত এবং সক্রিয়।

Aadhaar Card Deactivate

Aadhaar Card Deactivate হলে কি করবেন?

জীবনে নানা আতঙ্কের মধ্যে একটি নয়া আতঙ্ক সৃষ্টি হয়েছে তাও আবার আধার কার্ডকে ঘিরে। অনেকের বাড়িতেই চিঠি আসছে, কী লেখা রয়েছে সেই চিঠিতে? লেখা রয়েছে আধার কার্ড বাতিলের (Aadhaar Card Deactivate) খবর। আধারের ২৮ এ রেগুলেশন অনুযায়ী এই চিঠি পাঠানো হচ্ছে অনেককেই, যাদের ঠিকানার প্রমাণপত্র সন্তোষজনক নয় কিংবা যাদেরকে বিদেশি বলে সন্দেহ করা হচ্ছে। সামনেই রয়েছে লোকসভা ভোট তার আগেই এমন চিঠি ছড়াচ্ছে আতঙ্ক।

আরও পড়ুন : Aadhaar Card : ঝামেলা পোহানোর দিন শেষ, এবার বাড়ি বসে অনলাইনে করতে পারবেন আধার সংশোধন, জানুন পদ্ধতি

রাজনৈতিক মহল অবশ্য এই আধার বাতিলের (Aadhaar Card Deactivate) চিঠিকে ঘিরে শুরু করেছে রাজনৈতিক নানান তরজা। আপামর সাধারণ মানুষের যখন শিরে সংক্রান্তি, তখন রাজনীতিবিদদের এটিকে নিয়ে পলিটিক্স করাই হচ্ছে আদর্শ সময়। তবে এই সমস্ত কিছু ভুলে আগে নিজের কার্ডকে বাতিল হওয়া থেকে বাঁচাতে সত্ত্বর আপডেট করাতে হবে। ইউআইডিএআই (UIDAI) বারংবার গ্রাহকদের জানিয়েছেন নিজেদের আধার কার্ড আপডেট করার জন্য। আপডেট করার জন্য নির্দিষ্ট একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন, পরবর্তী সময়ে সেই সময়সীমা বাড়ানোও হয়েছিল কিন্তু যাঁরা সেই সময়সীমার মধ্যে নিজেদের আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করতে পারেননি তাঁরা অতি অবশ্যই এখন করিয়ে নিন।

আরও পড়ুন : Aadhaar Card Update : আধার আপডেটের নিয়মে বড়ো পরিবর্তন! ফিলাপ করতে হবে এই ফর্ম, জেনে নিন

যাদের কাছে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে আধার বাতিলের (Aadhaar Card Deactivate) চিঠি তাঁরা প্রথমেই যা করবেন তা হল ১৯৪৭ টোল ফ্রি এই নম্বরটিতে ফোন করবেন। ফোন করে সমস্ত তথ্য জেনে নিতে হবে। পরবর্তী পদক্ষেপটি হল নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টার (Aadhaar Card Enrollment) কিংবা নিকটবর্তী আধার সংশোধন অফিসে গিয়ে যোগাযোগ করা। আধার নম্বরের সাথে যাদের মোবাইল নম্বর যুক্ত করা রয়েছে তাঁরা বাড়ি বসেই এই কাজটি খুব সহজেই করতে পারবেন অনলাইনের মাধ্যমে। যে সমস্ত গ্রাহকদের কাছে ২৮-এ অনুযায়ী আধার বাতিল হয়েছে বলে চিঠি গেছে, তাদের অতি অবশ্যই নিজের ঠিকানাটি আপডেট করাতে হবে, তবেই নিজের আধার কার্ড আবারো সক্রিয় হবে। সবশেষে বলা যেতেই পারে নিজের জীবনকে আলোকিত করে তোলার জন্য আধার কার্ডকে সক্রিয় করে তোলা ভীষণভাবে প্রয়োজন।

Leave a Comment

JoinJoin