Rupashree Prakalpa : পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সর্বদাই রাজ্যবাসীর পাশে রয়েছেন। ক্ষমতায় আসার পর থেকে তিনি বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সূচনা করেছেন, তার মধ্যে অন্যতম হলো রূপশ্রী প্রকল্প (Rupashree Prakalpa)। ২০১৮ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন। আসুন জেনে নিই মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন প্রকল্পের সূচনার পিছনে আসল কারণটি।
আজও সমাজে মেয়েদের স্বপ্ন এবং ইচ্ছা দুটি ভীষণভাবে অবহেলিত। নিজের স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা ত্যাগ দিতে হয় তাদের। কখনো পরিবারের চাপে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ের পিঁড়িতে বসতে হয় তাদের। কখনো কখনো নাবালিকা অবস্থাতেও তাদের বিয়ে করতে হয়, প্রথাগত শিক্ষা তাদের আর হয়ে ওঠে না। পরিবারগুলিও মেয়ের বিয়ে দিয়ে দায় সারতে চান, অভাবের সংসারে স্বস্তি ফেরাতে চেয়ে আরও বেশি করে ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়ে। এমন বিপদজনক পরিস্থিতি থেকে পরিবারগুলিকে মুক্ত করতে রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের (Rupashree Prakalpa 2024) উদ্যোগ।
কি এই Rupashree Prakalpa ?
আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের কন্যাদের বিয়ের উদ্দেশ্যে রাজ্য সরকারের (State Government) এই প্রকল্প, যার নাম রূপশ্রী প্রকল্প (Rupashree Prakalpa Amount)। যে সমস্ত পরিবারের উপার্জন বার্ষিক ১৫ লক্ষ টাকার কম তাদের পরিবারের কন্যাদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা দেবে রাজ্য সরকার। মেয়ের বিয়ের সময় এককালীন মোটা ভাতা, বেশ কিছুটা স্বস্তি দেয় দারিদ্র্যসীমা নিতে থাকাই পরিবার গুলিকে। এই প্রকল্পের জন্য আপনি অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন করতে পারবেন। আসুন জেনে নিই আবেদনের পদ্ধতি গুলি সম্পর্কে।
আরও পড়ুন : DA Hike In West Bengal : রাজ্য বাজেটে বড়ো চমক! ফের DA বৃদ্ধির ঘোষণা মমতা সরকারের, জেনে নিন
Rupashree Prakalpa-তে আবেদনের পদ্ধতি :-
অফলাইনের মাধ্যমে আবেদন করতে গেলে প্রথমে রূপশ্রী প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে ক্লিক করে ফর্ম ডাউনলোড করে ফর্মটিতে সঠিক তথ্য পূরণ করে বিডিও অফিস অথবা এসডিও অফিসে গিয়ে জমা করতে হবে। অপরদিকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও রূপশ্রী প্রকল্পের আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে রুপশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে ইউজার নেম ও পাসওয়ার্ড সহ রেজিস্ট্রেশন করাতে হবে।পরে সাইন ইন করে রূপশ্রী প্রকল্পের (CM Rupashree Prakalpa) ফর্মটি পূরণ করতে হবে। যেখানে নাম ফোন নম্বর বয়স ঠিকানা পিন কোড ব্যাংক একাউন্ট নম্বর আইএফএসসি কোড আধার কার্ড নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করে ফ্রমে সাবমিট করতে হবে।
আরও পড়ুন : Stump Duty : বড়ো ঘোষণা বাজেট ২০২৪-এ, স্ট্যাম্প ডিউটিতে মিলবে দুর্দান্ত ছাড়, জেনে নিন
Rupashree Prakalpa-তে আবেদনের প্রয়োজনীয় নথি :-
- যুবতীর বয়সের প্রমাণপত্র অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট প্রয়োজন।
- পরিবারের বাৎসরিক আয়ের শংসাপত্র।
- পাত্র পাত্রীর রঙিন পাসপোর্ট সাইজ ফটো পাত্রের বয়সের প্রমাণপত্র অর্থাৎ পাত্রের ভোটার কার্ড আধার কার্ড অথবা প্যান কার্ড প্রয়োজন।
- বিয়ের কার্ড
- সবশেষে ম্যারেজ রেজিস্টার সার্টিফিকেট জমা দিতে হবে যারা রুপশ্রী প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে চান।
- এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে গেলে পাত্রীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং পাত্রের বয়স হতে হবে নূন্যতম ২১ বছর।
- রুপশ্রী প্রকল্পে আবেদনকারী যুবতীর পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকা কিংবা তার কম হতে হবে।
আরও পড়ুন : PM Kishan Yojana : কিষান যোজনায় নতুন নিয়ম, পুরুষদের তুলনায় মহিলারা পাবেন দ্বিগুণ টাকা! জেনে নিন
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই একমাত্রই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন। এছাড়াও যাঁরা ন্যূনতম ৫ বছর এই রাজ্যে বসবাস করছেন তার প্রমাণ পত্র দিলে তাঁরাও রূপশ্রী প্রকল্পের (Rupashree Scheme) আবেদনের যোগ্য। এই প্রকল্পের আওতায় যুবতীদের সিঙ্গেল একাউন্ট হতে হবে কোনরকম জয়েন্ট একাউন্ট এই প্রকল্পে গ্রাহ্য করা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের আওতায় বহু পরিবার সুবিধা পাচ্ছে, কন্যাদায়গ্রস্থ মা বাবার একপ্রকার চিন্তা মুক্তি ঘটিয়েছে এই প্রকল্প।
Rupashree Scheme Official Website :- Click