PM Surya Ghar Yojana : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক নানান প্রকল্প নিয়ে হাজির হয়েছেন সাধারণ মানুষের জন্য। গত ১লা ফেব্রুয়ারি ২০২৪ অন্তর্বর্তীকালীন বাজেট (Budget 2024) পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেটে ঘোষণা করা হয়, প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার (PM Surya Ghar Yojana) কথা, যাতে কেন্দ্রীয় সরকার এক কোটি পরিবারকে ৩০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করবার অঙ্গীকার করেছেন। এই বিদ্যুৎ উৎপন্ন হবে সৌর শক্তির ব্যবহারে। ছাদে বসবে সোলার প্যানেল এবং এই প্যানেল তৈরি করতে যা খরচ পড়বে তাতে কিছু টাকা ভর্তুকিও দেবে সরকার।
প্রধানমন্ত্রীর নতুন প্রকল্পের ঘোষণায় সকলেই যথেষ্ট আশাবাদী। আগামী দিন বিদ্যুতের বিল কমবে ও বাড়বে সাশ্রয়, তৈরি হবে মানুষের কর্মসংস্থান। অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠার দিন দেশের জনগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এই নতুন সংকল্প গ্রহণ করেন। এই প্রকল্পতে সরকার প্রায় ৭৫০০০ টাকা বেশি বিনিয়োগ করবে। প্রত্যন্ত গ্রামগুলিতে যেখানে বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে হয় না তাদের উদ্দেশ্যেই মূলত প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির এই নতুন উদ্যোগ সূর্য ঘর যোজনা (PM Surya Ghar Yojana), যাতে পরিবার গুলি বিদ্যুতের আলোয় আলোকিত হোক সৌরশক্তিকে ব্যবহার করার ফলে পরিবেশ দূষণ কম হবে।
কোন ব্যক্তি যদি তার বাড়ির ছাদে দু কিলো ওয়াটার সোলার প্যানেল বসাতে আগ্রহী হন সে ক্ষেত্রে মোট খরচ পড়বে ৪৭ হাজার টাকা। যার মধ্যে সরকারের তরফ থেকে দেওয়া হবে ১৮ হাজার টাকার ভর্তুকি, বাকি টাকা অর্থাৎ ২৯ হাজার টাকা খরচ করলেই সৌর বিদ্যুতের ব্যবহার শুরু করতে পারবেন গ্রাহকরা। কোন ব্যক্তি চাইলেই তিন কিলোওয়াটের সোলার প্যানেল বসাতে পারেন নিজের বাড়ির ছাদে। সে ক্ষেত্রে সরকারের তরফ থেকে ভর্তুকি হিসেবে দেওয়া হবে ৩৬ হাজার টাকা। সৌর বিদ্যুতের ব্যবহারে দৈনিক ইলেকট্রিক খরচ হবে ১২.৯৬ টাকা। এবার দেখে নেওয়া যাক এই প্রকল্পের আবেদনের জন্য কি কি করতে হবে।
PM Surya Ghar Yojana-তে আবেদন করবেন কিভাবে?
- প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে আবেদন করতে হবে।
- আবেদন করতে গেলে গ্রাহকের বিদ্যুৎ বিলের কনজিউমার নম্বর, ফোন নম্বর, ইমেইল আইডি এবং আবেদনকারীর নিজের রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চল সম্পর্কে বিস্তারিত তথ্য পূরণ করতে হবে।
- সরকারের পক্ষ থেকে সোলার প্যানেল লাগানোর অনুমোদন দেওয়া হবে।
- বাড়ির ছাদে সোলার প্যানেল ইনস্টল করা হয়ে গেলে গ্রাহককে নেট মিটারের জন্য আবেদন করতে হবে।
- আবেদন করার জন্য পোর্টালে গ্রাহকের ব্যাংকের ডিটেলস ও একটি বাতিল চেক জমা করতে হবেে।
আরও পড়ুন : House On Lease Land : বড়ো ঘোষণা রাজ্য সরকারের, নিজের জমি না হলেও করা যাবে বাড়ি! জেনে নিন
ব্যাংকের ডিটেলস জমা হয়ে গেলে সরকার পক্ষ থেকে প্রাপ্ত ভর্তুকি ৩০ দিনের মধ্যে গ্রাহকের ব্যাংক একাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আজই নিজের বাড়ির মাসিক বিদ্যুতের খরচ বাঁচানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন করে ফেলুন এবং এই সূর্য ঘর (PM Surya Ghar Yojana) প্রকল্পের সুবিধা ভোগ করতে থাকুন।
Official Website : Click