Jio Recharge Plan : একবার রিচার্জেই পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে OTT সাবস্ক্রিপশন, এমনই অফার এনেছে রিলায়েন্স জিও (Relience Jio)। রিলায়েন্স জিওর কর্নধার মুকেশ আম্বানি (Mukesh Ambani) একের পর এক গ্রাহকদের জন্য আনছে নতুন নতুন অফার। টেলিকম দুনিয়ায় তিনি যেভাবে পরিবর্তন আনছেন তাতে পিছিয়ে পড়েছে ভোডাফোন এয়ারটেল। সম্প্রতি রিলায়েন্স জিও এনেছে রিচার্জের নয়া প্ল্যান (Jio Recharge Plan) এবং তার সাথে আকর্ষক অফারও। আসুন জানব সেই রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে এবং সেই রিচার্জ প্ল্যানের (Jio Recharge Plan) সাথে কী কী অফার পাচ্ছেন গ্রাহকরা।
জানুন কোন Jio Recherge Plan-এ পাবেন ফ্রী OTT সাবস্ক্রিপশন
জিওর নতুন রিচার্জ প্ল্যানগুলি (Jio Recharge Plan) হল যথাক্রমে ১৪৮, ৩৯৪, ১১৯৪ ও ৪৪৯৮ টাকা। গ্রাহকরা এই রিচার্জ প্ল্যান গুলির মধ্যে কোন একটি নিলে পেয়ে যাবেন বিনামূল্যে ১৪ টি ওটিটি প্লাটফর্মের বিনামূল্যে সাবস্ক্রিপশন। বর্তমানে ওটিটি প্লাটফর্মের প্রতি ঝোঁক সকলেরই। ঘরে বসে এন্টারটেইনমেন্টের একদম সেরা মাধ্যম ওটিটি প্লাটফর্ম, যে কারণে মানুষ এখন সিনেমা হলে যেতেও ভুলে গিয়েছে। বিভিন্ন ওটিটি প্লাটফর্ম এখন গড়ে উঠেছে, যাতে ওয়েব সিরিজ থেকে বিভিন্ন মুভি সব কিছুই এক নিমিষে হাতের মুঠোয়। সেই দিকটিকে কাজে লাগিয়ে রিলায়েন্সের এই নয়া রিচার্জ প্ল্যান, এতে করে গ্রাহকদের রিচার্জ করবার ঝোঁকও বাড়তে থাকবে। আসুন এবার দেখে নিই রিচার্জ প্ল্যান গুলিতে কি কি সুবিধা পাচ্ছেন গ্রাহকরা।
আরও পড়ুন : Jio : দুর্দান্ত অফার Jio-র, ৮৪ দিনের ভ্যালিডিটির সাথেই পাবেন ৬০০ টাকা ক্যাশব্যাক! জেনে নিন
মাত্র ১১৯৪ টাকা রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন ৮৪ দিনের আনলিমিটেড ভয়েস কল, ১০০ টি করে এসএমএস, প্রতিদিন ৫জি স্পিডে 2জিবি করে ডেটা ও ১৪ টি ওটি টি প্লাটফর্মের বিনামূল্যে সাবস্ক্রিপশন । আসুন দেখেনি এই ১৪ টি ও টি প্লাটফর্ম গুলি কি কি : জিও টিভি প্রিমিয়াম, জিও সিনেমা প্রিমিয়াম, ডিজনি হটস্টার, জি ফাইভ, সনি এল আই ভি, প্রাইম ভিডিও, লায়েন্স গেট প্লে, ডিসকভারি, ডকুবে, হৈচৈ, সান এন এক্সটি, প্ল্যানেট মারাঠি, চৌপল,এপিকন, কানচ্ছা লঙ্কা । মাত্র একটি রিচার্জে এত সুবিধা গ্রাহকদের নজর কাড়বেই। জিও গ্রাহক ছাড়াও অন্যান্য টেলিকম সংস্থাও এমন ধরনের অফারের সংযোজন করেছেন রিচার্জ প্ল্যানের সাথে, তাই আজই নিজে যে সংস্থার সিম কার্ড ব্যবহার করেন তার অফারগুলি সম্পর্কে ওয়াকিবহল থাকুন। পরবর্তী রিচার্জ করতে গেলে সেই টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যান গুলি বিশদে দেখে তবে রিচার্জ করুন, তাহলে এমন অফারের সুযোগ আপনিও পেতে পারেন।
আরও পড়ুন : Mobile Network : বাতিল হবে পুরনো সমস্ত ফোন! শীঘ্রই বন্ধ হতে চলেছে 2G ও 3G পরিষেবা? জেনে নিন বিস্তারিত ভাবে