Jio : টেলিকম দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রয়েছে রিলায়েন্স জিও (Relience Jio) সংস্থাটি।জিওর নিত্য নতুন রিচার্জ অফার গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে। টেলিকমের দুনিয়ায় পা রেখেই একের পর এক চমক দিয়ে গেছে জিও, তার সেই চমক এখনো অব্যাহত। টেলিকম সংস্থা এয়ারটেল (Airte), ভিআইয়ের (Vi) অফার ধারে কাছে ঘেঁষতে পারে না জিওর (Jio) যে কারণে সকলের থেকেই বেশ খানিকটা এগিয়ে রয়েছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) টেলিকম সংস্থার রিলায়েন্স জিও।
গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে হাজির Jio
প্রতিনিয়ত যেভাবে রিচার্জ প্ল্যানের বদল ঘটছে, তাতে রিচার্জ প্ল্যানে যথেষ্ট মূল্যবৃদ্ধিও হয়েছে। একরকম হাসফাঁস অবস্থা গ্রাহকদের। এমতাবস্থায় জিও (Jio) তাঁর গ্রাহকদের জন্য নিয়ে এলো এক বিশেষ অফার যাতে গ্রাহকরা পেয়ে যাবেন একবার রিচার্জে ৮৪ দিনের ভ্যালিডিটি, সাথে থাকছে ক্যাশব্যাকের সুবিধাও। আসুন জানি এই বিশেষ রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তৃতভাবে ।
আরও পড়ুন : LPG Gas Biometric : বাড়লো সময়সীমা! এই দিনের মধ্যে করতে হবে রান্নার গ্যাসের বায়োমেট্রিক আপডেট, জেনে নিন
জিওর (Jio) এই বিশেষ রিচার্জ প্ল্যানটি গ্রাহকদের রিচার্জ করতে খরচ পড়বে মাত্র ৮৮৬ টাকা, যাতে গ্রাহকরা পেয়ে যাবেন সুইগি ওয়ান লাইট ৩ এর তিন মাসের সাবস্ক্রিপশন, তাও সম্পূর্ণ বিনামূল্যে। কি এই সুইগি ওয়ান লাইট থ্রি যা এই রিচার্জে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রিপশন পাচ্ছেন গ্রাহকরা। অনলাইন ফুড ডেলিভারী সংস্থা সুইগি থেকে কোন গ্রাহক যদি ১৪৯ টাকার বেশি খাবার অর্ডার করেন সেক্ষেত্রে পেয়ে যাবেন বিনামূল্যে ১০ টি হোম ডেলিভারির সুযোগ। Instmart থেকে ১৯৯ টাকার ১০টি বিনামূল্যে বিতরণ। জিনি থেকে ৬০ টাকার বেশি অর্ডারে ডেলিভারির ক্ষেত্রেও গ্রাহকরা পেয়ে যাবেন ১০ শতাংশ ছাড়, জিপের তরফ থেকে পেয়ে যাবেন ৫০ টাকার ক্যাশব্যাক যা পরবর্তী রিচার্জে কাজে লাগাতে পারবেন গ্রাহকরা।
আরও পড়ুন : LIC Policy : মাঝপথে পলিসি বন্ধ করলে কী কী ক্ষতি হবে? দেখে নিন একনজরে
কত টাকা ক্যাশব্যাক পাবেন Jio-র এই রিচার্জে?
চমক এখানেই শেষ নয়, জিও গ্রাহকদের জন্য থাকছে ৬০০ টাকার ক্যাশব্যাকের অফার, তার জন্য প্রথমে জিওর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিচার্জ করতে হবে। এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন ২ জিবি হাই স্পিড ইন্টারনেট পাবেন গ্রাহকরা সাথে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা, প্রতিদিন ১০০টি করে এসএমএস। ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা ৫জি স্পিডের গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তাঁরা। একগুচ্ছ সুবিধা নিয়ে গ্রাহকদের কাছে হাজির হয়েছে জিও, যার ফলে অন্যান্য সংস্থার রিচার্জ প্ল্যানের তুলনায় জিওর রিচার্জ প্ল্যান নজর কেড়েছে সকলের। একের পর এক ধামাকাদার অফার এনে গ্রাহক সংখ্যা বাড়াতে ক্ষান্ত হচ্ছেন না রিলায়েন্স জিও।
আরও পড়ুন : PM Kisan Yojana : সমস্ত অপেক্ষার অবসান, এইদিন ঢুকবে প্রধানমন্ত্রী কিষান যোজনার ১৬-তম কিস্তির টাকা