BSNL Fibre Plan : Jio-কে টেক্কা দিতে নয়া প্ল্যান BSNL-এর, এবার 250 টাকারও কমে পাবেন ফাইবার কানেকশন

BSNL Fibre Plan : রিলায়েন্স জিওর প্ল্যানকে টক্কর দিতে বাজারে নামল বিএসএনএল। এখন হাড্ডাহাড্ডি টক্কর চলছে জিও ও বিএসএনএলের মধ্যে। টেলিকম দুনিয়ায় নয়া বিপ্লব ঘটিয়েছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও। নতুন প্রযুক্তির ব্যবহার শিখিয়েছে মানুষকে। অন্যদিকে ভারত সঞ্চার নিগম লিমিটেড হলো ভারত সরকারের রাষ্ট্রায়ত্ত্ব টেলিকম কোম্পানি। এই সংস্থাটি ল্যান্ডলাইন, মোবাইল ও ব্রডব্যান্ড পরিষেবা ছাড়াও আইপিটিভি পরিষেবা দেয়।

BSNL Fibre Plan

ভোডাফোন, এয়ারটেল সকলকে পিছনে ফেলে জিও নিজের গ্রাহক সংখ্যা বাড়িয়েছে। তাকে আটকাবার সাধ্যি কারোর হয়নি। রিলায়েন্স জিও মানুষের কাছে পৌঁছে দিয়েছে সস্তায় ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা। মানুষ যাতে সস্তায় মোবাইল ফোন ব্যবহার করতে পারে তার দিকেও খেয়াল রেখেছে এই সংস্থা। আপামর জনসাধারণের কাছে পৌঁছে দিয়েছে সস্তার মোবাইল ফোন। নিজেকে টেলিকম দুনিয়ায় আবদ্ধ না রেখে পাশাপাশি বিস্তার ঘটিয়েছে অন্যান্য ব্যবসাতে যেমন মোবাইল ফোন, ল্যাপটপ ইত্যাদি। নিজেকে শুধুমাত্র টেলিকমিউনিকেশনের দুনিয়ায় যে আবদ্ধ রাখেনি এটি তার ব্যবসার উন্নতির অন্যতম দিক।

BSNL Fibre Plan-এর বিস্তারিত তথ্য

জিও ফাইবার প্ল্যানকে টক্কর দিতে বিএসএনএল এনেছে তার নয়া ফাইবার প্ল্যান (BSNL Fibre Plan)। এক নজরে দেখে নেয়া যাক জিওর ফাইবার প্ল্যানে গ্রাহকরা কতটা সুবিধা পাচ্ছেন। জিওর ফাইবার কানেকশন পেতে গেলে গ্রাহককে খরচ করতে হবে মাত্র ২৩০ টাকা, যাতে গ্রাহকরা পেয়ে যাবেন ১০ এমবিপিএস স্পিডের জিও ফাইবার প্ল্যান। জিওর পাশাপাশি বিএসএনএল তার ফাইবার প্ল্যানেও (BSNL Fibre Plan) এনেছে ১০ এমবিপিএস স্পিডের ব্রডব্যান্ড কানেকশন, তাতেও খরচ পড়বে মাসিক ২৩০ টাকাই। এখানে রয়েছে গ্রাহকদের জন্য একটি চমক বারো মাসের টাকা একেবারে দিয়ে দিলে গ্রাহকরা পেয়ে যাবেন ১৩ মাসের সুবিধা। তার জন্য খরচ পড়বে মাত্র ২৯৮৮ টাকা। এছাড়াও থাকছে ফ্রি ল্যান্ড লাইন কানেকশনও।

আরও পড়ুন : PM Suryodaya Yojana : রাতারাতি মিটবে বিদ্যুতের ঘাটতি! গরিব-মধ্যবিত্তের জন্য বড়ো পদক্ষেপ প্রধানমন্ত্রীর, জেনে নিন

বিএসএনএল গ্রাহকদের এক গুচ্ছ সুবিধা দিলেও জিও শেষমেষ বাজিমাত করেছে। জিও-তে সারা মাস জুড়ে একই স্পিডের আনলিমিটেড ডেটা পাবেন গ্রাহকরা কিন্তু বিএসএনএল ১০ এমবিপিএস স্পিডে ১০ জিবি পর্যন্ত ডেটা গ্রাহকদের দিতে পারবে তারপরে ফাইবারের স্পিড হয়ে দাঁড়াবে ১ এমবিপিএস যা গ্রাহকদের জন্য কষ্টকর ব্যাপার। এত লড়াই করেও বিএসএনএল শেষ পর্যন্ত নিজের মুখ রক্ষা করতে পারেনি। জিও চিরকালের মতোই এবারেও বাজিমাৎ করেছে। টেলিকম দুনিয়ায় প্রথম পা রেখেই এয়ারটেল, ভোডাফোন ও অন্যান্য সংস্থাকে পিছনে ফেলে দিয়ে নিজের বুদ্ধির বলে বারবারই এভাবে এগিয়ে গিয়েছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। তার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত ক্ষুরধার বুদ্ধিমত্তারই পরিচয় দেয়।

আরও পড়ুন : Ration Card : বদলাতে চলেছে রেশন কার্ডে খাদ্যসামগ্রী তোলার নিয়ম, না মানলে হতে পারে বড়ো বিপদ!

Leave a Comment

JoinJoin