Madhyamik Exam 2024 : মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বড়োসড় ঘোষণা ভারতীয় রেলের। আগামী ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা, চলবে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। সেই কথা মাথায় রেখে শিয়ালদহ শাখার ট্রেনগলিতে অতিরিক্ত স্টপেজ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, সেই অতিরিক্ত স্টেশন গুলি কী কী এবং কোন কোন ট্রেন থামবে সেই অতিরিক্ত স্টপেজ গুলিতে? আসুন দেখে নেওয়া যাক এক নজরে।কাঁকিনাড়া, পলতা, জগদ্দল ইত্যাদি স্টেশনে বেশকিছু ট্রেন বেশ খানিকক্ষণ দাঁড়াবে।
কৌশিক মিত্র যিনি পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, তিনি জানান এই সমস্ত পরিষেবা মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবেই করা হয়েছে, যাতে তাদের যাতায়াতে কোনরকম অসুবিধা না হয়। ২১ টি ট্রেনে দেয়া হবে এই বাড়তি স্টপেজ। মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024) এ বছর থেকে শুরু হতে চলেছে সকাল ৯ঃ৪৫ মিনিট থেকে, তাই সকাল ৮টা থেকে সকাল ৯ঃ৪৫ মিনিট পর্যন্ত ট্রেন গুলিতে অতিরিক্ত স্টপেজ দেয়ার ঘোষণা করা হয়েছে। পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের বাড়ি ফেরার সুবিধার্থেও দুপুর ১টা থেকে দুপুর ২টো পর্যন্ত ট্রেনগুলিতে অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে। এই সুবিধা শুধুমাত্র ২রা ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্তই পাওয়া যাবে।
Madhyamik Exam 2024-এর পরীক্ষার্থীদের সুবিধার্থে কোন কোন স্টেশনে দাঁড়াবে ট্রেন?
দেখে নেওয়া যাক ট্রেন নম্বরসহ সেই ট্রেনগুলি কী কী যারা ওই সময়গুলিতে অতিরিক্ত স্টপেজ দেবে। ৩৩৮১৯ শিয়ালদা বনগাঁ লোকাল বিভূতিভূষণ হল্ট স্টেশনে স্টপেজ দেবে, ৩১১১১ শিয়ালদা কাটোয়া লোকাল কাঁকিনাড়া ও জগদ্দল স্টেশনে থামবে। ৩১৮২৭ শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল অতিরিক্ত স্টপেজ দেবে জালালখালি তে, ৩১৮১৫ শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকালও জালালখালি স্টেশনে দাঁড়াবে সকাল ৮টা ২২ মিনিটে, ৩১৮১৮ কৃষ্ণনগর সিটি জংশন শিয়ালদা লোকাল জগদ্দল, পলতা স্টেশনে থামবে। ০৩১৮৩ শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার থামবে পায়রাডাঙ্গা, কাঁকিনাড়া, জগদ্দল, পলতা ও বিভূতিভূষণ হল্ট স্টেশনে থামবে। ৩৩৩৬২ বনগাঁ বারাসাত লোকাল, জালালখালি স্টেশনে থামবে। ৩১৮০২ কৃষ্ণনগর সিটি জংশন শিয়ালদা মাতৃভূমি লোকাল ট্রেন এছাড়াও এমন আরও বহু সংখ্যক ট্রেন রয়েছে যেগুলি অতিরিক্ত স্টপেজ দেবে।
আরও পড়ুন : Ration Card : বদলাতে চলেছে রেশন কার্ডে খাদ্যসামগ্রী তোলার নিয়ম, না মানলে হতে পারে বড়ো বিপদ!
মাধ্যমিক (Madhyamik Exam 2024) পরীক্ষার্থীদের যাতে কোনরকম কোন অসুবিধা না হয় সেই দিকে বিশেষ খেয়াল রাখবে ভারতীয় রেল। সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে সঠিকভাবে পৌঁছতে পারে তার জন্যই এত ব্যবস্থা। মাধ্যমিক (Madhyamik Exam 2024) পরীক্ষার্থীদের পরীক্ষা ভালো হোক তাদের আগাম শুভেচ্ছাও জানানো হয়েছে। এই ধরনের আরও খবর প্রতিদিন জানতে আমাদের ওয়েবসাইট অবশ্যই ফলো করুন।