HS Exam Time Changed : ছাত্রজীবনের প্রথম বোর্ডের পরীক্ষা হলো মাধ্যমিক। ছাত্রছাত্রীদের ভয় ভীতি কেটে গিয়ে তাঁরা সাবলীল হয়ে ওঠে দ্বিতীয় বোর্ডের পরীক্ষা উচ্চ মাধ্যমিক দেওয়ার জন্য। উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর পরই প্রতিটি ছাত্রছাত্রীদের জীবনে ক্যারিয়ার বাছাই করার লড়াই শুরু হয়ে যায়। জীবনে প্রতিষ্ঠিত হবার লড়াইয়ে নেমে পড়তে হয় তাদের। গতানুগতিক ছাত্র জীবন ছেড়ে নিজের লক্ষ্যের পথে আরও এক পা যেন এগিয়ে যাবার পরীক্ষাই হল উচ্চমাধ্যমিক।
HS Exam Time Changed: কি পরিবর্তন দেখা যাবেন উচ্চমাধ্যমিক পরীক্ষায়?
২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ১৬ই ফেব্রুয়ারি থেকে, চলবে ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত। হাতে গোনা মাত্র আর কটা দিন বাকি। ছাত্র-ছাত্রীদের প্রস্তুতি একপ্রকার শেষ পর্যায়ে, এরই মাঝে বড়সড়ো বদল ঘটে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় সূচীতে। অপরিবর্তিত থাকছে সূচি, বদলে যাচ্ছে পরীক্ষা শুরু হওয়ার সময়টুকু মাত্র। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই ঘোষণা হওয়ার পর তৈরি হয়েছে নানান বিতর্ক।
অনেকে এই সিদ্ধান্তে খুশি হলেও অনেকেই আবার বিরক্ত হয়েছেন। পক্ষে বিপক্ষে রায় দিয়েছেন অনেকেই। চিরাচরিত রীতি অনুযায়ী এতদিন পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতো বেলা ১২ টা থেকে এবং শেষ হতো দুপুর ৩টে ১৫ মিনিটে। এবার থেকে সেই সময় বদলে গিয়ে পরীক্ষা শুরু হবে ৯ টা ৪৫ মিনিট থেকে এবং চলবে দুপুর ১টা পর্যন্ত। মূল পরীক্ষাগুলি ৩ ঘন্টা ১৫ মিনিটের হয়ে থাকে কিন্তু অন্যান্য বিষয়গুলি যেমন ভোকেশনাল সাবজেক্ট স্বাস্থ্য ও শারীর শিক্ষা, সংগীত, ভিজুয়াল আর্ট প্রভৃতি বিষয়গুলি দু’ঘণ্টার পরীক্ষা হয়ে থাকে। সেক্ষেত্রে পরীক্ষা শেষ হবে ১১:৪৫ মিনিটে।
বেলা ১২টার পরিবর্তে সকাল ৯ টা ৪৫ মিনিটে পরীক্ষা আরম্ভ করবার সিদ্ধান্তকে নিয়েই তৈরি হয়েছে মতবিরোধ। অনেকেই মনে করছেন এতে ছাত্র-ছাত্রীদের যথেষ্ট অসুবিধায় পড়তে হবে কারণ পরীক্ষার আগে সকালটুকু তারা পরীক্ষার যে শেষ প্রস্তুতিটুকুর জন্য সময় পেত এবার থেকে সে সময় আর তারা পাবে না। তাই ছাত্র-ছাত্রীদের প্রিপারেশনে যথেষ্ট ঘাটতি থেকে যাবে বলে মনে করছেন অনেকেই। সময়সূচী পরিবর্তনের বিপক্ষে মতামত গুলি কোনটাই যুক্তিসঙ্গত নয়। সারা বছর ধরে ছাত্র-ছাত্রীরা পরীক্ষার প্রস্তুতি নিলে পরীক্ষার আগে আর তেমন প্রস্তুতির প্রয়োজন হয় না বলেই মনে করছেন অনেকে। অনেকেই আবার নয়া সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।
অনেকে মনে করছেন পরীক্ষার মাত্র কয়েকদিন আগে এমন সময় সূচিতে ভোল বদলের বিশেষ প্রয়োজন ছিল না সমস্তটাই অপ্রাসঙ্গিক। এমন হাজারো প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক মতামতের ভিড়ে আমরা আশা রাখব উচ্চমাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সমাপ্ত হোক। প্রতিটি ছাত্র-ছাত্রী যেন তাদের স্বপ্ন ছোঁয়ার লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে যায়। তাদের আগামী ভবিষ্যতের জন্য রইল আমাদের অসংখ্য শুভকামনা ও শুভেচ্ছা।