Ayodhya Ram Mandir : হাওড়া থেকে স্পেশাল ট্রেন রাম মন্দিরে, খরচ কত? জেনে নিন বিস্তারিত ভাবে

Ayodhya Ram Mandir : হিন্দু ধর্মবিশ্বাসীদের মতে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা হলো শ্রীরামচন্দ্র। স্বয়ং বিষ্ণুর অবতার তিনি। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুসারে রামচন্দ্রের জন্মভূমি হল অযোধ্যা, যা উত্তরপ্রদেশ রাজ্যের অন্তর্গত। আজ যেখানে রামলালার মন্দির স্থাপন করা হয়েছে সেখানে ছিল একসময় মুসলিমদের বাবরি মসজিদ।পুরান তত্ত্ব অনুযায়ী জানা যায় এককালে রামকোট মন্দির ধ্বংস করেই এই মসজিদ তৈরি করা হয়েছিল।

২০১৯ সালে সুপ্রিম কোর্ট এই বিতর্কিত জমি নিয়ে রায় দান করেছিলেন যেখানে তিনি এই জমিটি হিন্দুদের মন্দির তৈরির নির্দেশ দেন এবং মুসলমানদের মসজিদ তৈরি করার জন্য অন্যত্র জমি দেবার ব্যবস্থা করেন। পরবর্তীকালে ২০২০ সালের ৫ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্দির নির্মাণের জন্য ভূমি পুজনের ব্যবস্থা করেছিলেন। তখন থেকেই মন্দির উদ্বোধনের দিনটি স্থির করা হয় ২০২৪ সালের ২২শে জানুয়ারি।

Ayodhya Ram Mandir

আজ সেই দিন যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। সারা বিশ্ব সাক্ষী থাকলো এই বিরাট মহাযজ্ঞের। বহু দর্শনার্থীরা ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছে গিয়েছেন রাম মন্দির দর্শন করবেন বলে। কাল থেকে সর্বসাধারনের উদ্দেশ্যে রাম মন্দিরের দরজা খুলেও দেওয়া হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্তের দল দেখা যাবে সেখানে। এখনো যে সমস্ত মানুষ এই অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir) দর্শন করতে পৌঁছতে পারেননি শুধুমাত্র মনেই ইচ্ছা পোষণ করে যাচ্ছেন তাঁদের উদ্দেশ্যে রেল কর্তৃপক্ষের তরফে রয়েছে বিশেষ ঘোষণা।

ইন্ডিয়ান রেলওয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চালাবেন আস্থা স্পেশাল ট্রেন। কি এই আস্থা স্পেশাল ট্রেন? এই ট্রেন আপনাকে দর্শন করাবে অযোধ্যার রামলালার মন্দির (Ayodhya Ram Mandir)। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ইতিমধ্যেই সকলকে আশ্বস্ত করেছেন যে পশ্চিমবঙ্গ থেকেও এই আস্থা স্পেশাল ট্রেন চালানো হবে। আগামী ২৯শে জানুয়ারি থেকে রওনা দেবে এই ট্রেন। ট্রেনটি চালানো হবে হাওড়া স্টেশন থেকে অযোধ্যা পর্যন্ত। সপ্তাহের ৫ দিন পাঁচটি স্পেশাল ট্রেন রওনা দেবে অযোধ্যার উদ্দেশ্যে। যাতে দর্শনার্থীরা অযোধ্যার রাম মন্দির দর্শন করতে পারবেন অতি সহজেই। মাথাপিছু খরচ পড়বে মাত্র ১৬০০ টাকা। এই অর্থের মধ্যেই বরাদ্দ রয়েছে যাতায়াত ভাড়া খাওয়া দাওয়া এমনকি রাম মন্দির দর্শনের খরচও।

শুধুমাত্র অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir) দর্শনই নয় আবার দর্শনার্থীকে ফিরিয়েও আনবে যথাস্থানে এই ট্রেন। সবমিলিয়ে খুবই ন্যূনতম একটি খরচ যা প্রতিটি মানুষেরই সামর্থের মধ্যে রয়েছে। আজই যাঁরা ভাবছেন একবার অযোধ্যার রাম মন্দির দর্শন করে আসবেন অগ্রিম টাকা দিয়ে আজই বুকিং করে ফেলুন আর দর্শন করে আসুন সুবিশাল এই মন্দির যা দেখে জীবন সার্থক হয়ে উঠবে আপনার।

Leave a Comment

JoinJoin