Hasir alo scheme: আর দিতে হবে না বিদ্যুতের বিল! বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে পাবেন রাজ্যের এই গ্রাহকরা

Hasir alo scheme: রাজ্যে ইতি মধ্যে একাধিক প্রকল্প চালু হয়েছে, যা লক্ষাধিক পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাবার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের জন্য প্রতিনিয়তই ভেবে চলেছেন। এবারও যার ফলস্বরূপ আবারও এক নতুন প্রকল্প এনেছে যার নাম হল Hasir alo scheme বা “হাসির আলো প্রকল্প”, যে প্রকল্পে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ পাবে পরিবারগুলি। কি এই হাসির আলো প্রকল্প আসুন জেনে নিই বিস্তারিতভাবে।

Hasir alo scheme-টি কি?

Hasir alo scheme বা প্রকল্পটি বিদ্যুৎ মুকুব করবার একটি প্রকল্প। এই প্রকল্পের সুবিধা পাবে, দারিদ্র সীমার নিচে থাকা মানুষেরাই। ২০২০ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee) এই প্রকল্পের সূচনা করেন। সাধারণ মানুষ সরকারের কাছে বিদ্যুতের মাশুল নিয়ে অনেক  প্রতিবাদ করেছে অন্য রাজ্যের থেকে এই রাজ্যে  প্রতি ইউনিটে বিদুতের দাম অনেক বেশি থাকার জন্য নানান অভিযোগ করেছে সাধারণ মানুষ। মূলত এই কারণেই  গরীব ও মধ্যবিত্ত পরিবারের  জন্য এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল বিদুতের বোঝা কমানোর জন্য এই প্রকল্পের সূচনা।

আরও খবর – মহিলাদের জন্য বড়ো পদক্ষেপ রাজ্য সরকারের, মাসিক আয় হবে ৯০০০, জানুন বিস্তারিত

Hasir alo scheme- এর কারা পাবে জেনেনিন।

১) এই প্রকল্পের আওতায় পড়বে বিপিএল কার্ড (BPL Card) বা অন্ন যোজনা কার্ডের (Antyodaya Anna Yojana) গ্রাহকরাই।
২) দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষেরা যাদের ত্রৈমাসিক বিদ্যুৎ খরচ ৭৫ ইউনিট পর্যন্ত হয়ে থাকে তাদের জন্য বিদ্যুতের মাশুল মুকুব করা হবে।
৩) এ প্রকল্পের সুবিধা নেবার অন্যতম শর্ত হলো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৪) ন্যূনতম একটি বার্ষিক আয় থাকতে হবে তবেই এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবে।

আরও পড়ুন – মধ্যবিত্তের মুখে ফুটলো হাঁসি, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর, জেনে নিন

রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন এখনো পর্যন্ত কয়েক লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধা নিয়েছে। আগামী দিনে এই পরিধি যাতে আরো বাড়ানো যায় তার প্রচেষ্টায় রয়েছেন রাজ্য সরকার। নতুন করে নাম নথিভুক্ত করতে গেলে পৌঁছে যেতে হবে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে অথবা নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে। আবেদন করতে হবে যথার্থ তথ্য দিয়ে। ফর্ম ফিলাপ করে অফিসে জমা করার পর সেই তথ্যের ভিত্তিতে বিদ্যুৎ দপ্তর থেকে কানেকশন দেওয়ার কাজ শুরু হবে।

পরিবার গুলিতে ০.৩ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। সর্বোচ্চ তিন মাসে দেওয়া হবে ৭৫ ইউনিট বিদ্যুৎ যা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন গ্রাহকরা। ৭৫ ইউনিটের বেশি হলে গ্রাহককে সে খরচ বহন করতে হবে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে যে প্রকল্প গুলির মাধ্যমে সাধারণ মানুষ অনেক উপকৃত হয় নানান প্রকল্পের মধ্যে রাজ্য সরকারের একটি দুর্দান্ত প্রকল্প হচ্ছে ‘হাসির আলো’ (Hasir alo scheme) প্রকল্প।

এই রাজ্যে প্রচুর প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার। এখনো বহু মানুষ সেই সব প্রকল্পের কথা জানেন না।সেরকমই এই প্রকল্প সম্পর্কে বহু মানুষ কিছু জানেন না। আগামী দিনে এই খবর ছড়িয়ে পড়ুক বহু মানুষের মধ্যে, যাতে এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারেন সকলেই। সকলের বাড়িতে অন্ধকার ঘুচে গিয়ে আলোকিত হোক। জীবনে জ্বলে উঠুক আশার আলো। রাজ্য সরকারের এমন প্রয়াস সাফল্যমন্ডিত হোক এটাই আমাদের কাম্য। মা মাটি মানুষের সরকার যে সব সময়ই মানুষের পাশে রয়েছে তার প্রমাণ এই প্রকল্পগুলি, যেগুলিতে উপকৃত হচ্ছেন প্রতিনিয়ত বহু মানুষ।

আরও পড়ুন – প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলায় নতুন রায় সুপ্রিম কোর্টের, জমা দিতে হবে নিয়োগের হলফনামা, জানুন বিস্তারিত

Leave a Comment

JoinJoin