PM Viswakarma Yojana – বিনামূল্যে সেলাই মেশিন দেবে কেন্দ্রীয় সরকার, নিয়ম জেনে আজই শুরু করুন ব্যবসা

PM Viswakarma Yojana – ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের জন্য একের পর এক নানান প্রকল্প নিয়ে হাজির হয়েছেন। প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল বিশ্বকর্মা যোজনা (Viswakarma Yojana)। এই প্রকল্পের আওতায় বিনামূল্যে দেওয়া হচ্ছে সেলাই মেশিন। আজকের প্রতিবেদনে জানাবো বিস্তারিত ভাবে। ১৭ ই সেপ্টেম্বর দেশ জুড়ে বিশ্বকর্মা জয়ন্তী উদযাপন করা হয়। এই শুভ দিনটিকে উপলক্ষ্য করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) চালু করেন পিএম বিশ্বকর্মা যোজনা।

PM Viswakarma Yojana-র আওতায় বিনামূল্যে পাবেন সেলাই মেশিন!

এই প্রকল্পের জন্য ২০২৩ -২৪ আর্থিক বছর থেকে ২০২৭-২৮ আর্থিক বছর পর্যন্ত কেন্দ্র এই প্রকল্পের জন্য ১৩ হাজার কোটি টাকা ব্যয় করবে। এই প্রকল্পের উদ্দেশ্যই হলো সমাজের শিল্পী এবং কারিগরদের দক্ষতা আরো উন্নত করা। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার (PM Viswakarma Yojana) আওতায় বিনামূল্যে সেলাই মেশিন দেবে কেন্দ্রীয় সরকার, যে কারণে এই স্কিমের নাম দেওয়া হয়েছে ফ্রি সেলাই মেশিন স্কিম। এই স্কিমের বিশ্বাসযোগ্যতা নিয়ে নানান প্রশ্ন উঠেছ।

PM Viswakarma Yojana

আরও পড়ুন : PM Surya Ghar Yojana : বিনামূল্যে পাবেন 300 ইউনিট বিদ্যুৎ! এইভাবে আবেদন করুন প্রধানমন্ত্রীর নয়া যোজনায়

এটা আদতে ভুয়ো খবর বলেও রটনা হয়েছে কিন্তু আদৌ তা নয়। সেলাই মেশিন কিনতে কেন্দ্রীয় সরকার ১৫ হাজার টাকা দেবে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে, মহিলা পুরুষ উভয়ই এই স্কিমে আবেদন করতে পারবেন। চট জলদি কেউ সেলাই মেশিন কিনে কাজ শুরু করতে চাইলে আজই এই স্কিমে আবেদন করতে ভুলবেন না। কেন্দ্রীয় সরকার ২০ হাজার টাকা পর্যন্ত ঋণও দিচ্ছেন যাতে করে অনায়াসেই সেলাই মেশিন কিনে দোকান চালু করতে পারেন উপভোক্তারা।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় (PM Viswakarma Yojana) আবেদন করার জন্য আবেদনকারীকে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে এবং সেলাইয়ের কাজ জানতে হবে, তবেই তাঁরা ফ্রিতে সেলাই মেশিন (Free Sewing Machine) পাবার স্কিমে আবেদন করতে পারবেন। ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ এই স্কিমে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর গুরুত্বপূর্ণ কিছু নথি থাকাও আবশ্যক, আসুন জেনে নিই কী কী নথি প্রয়োজন।

আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডার এখন অতীত! রাজ্য সরকারের এই প্রকল্পে পাওয়া যাবে মাসিক 2000 টাকা, জেনে নিন, Yuvasree Prakalpa details in bengali

PM Viswakarma Yojana-য় আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

  1. আবেদনকারীর আধার কার্ড থাকতে হবে।
  2. ঠিকানার প্রমাণপত্র আবশ্যিক।
  3. ব্যাংক পাস বই প্রয়োজন।
  4. মোবাইল নম্বর থাকতে হবে।
  5. পাসপোর্ট সাইজ ফটো প্রয়োজন।
  6. বর্ণের শংসাপত্র ইত্যাদি।

PM Viswakarma Yojana-তে অনলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি

প্রথমে ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্টার করতে হবে। অফলাইনের মাধ্যমে আবেদন করতে গেলে উপরে উল্লেখিত কাগজপত্র গুলি নিয়ে নিকটবর্তী সিএসসি অফিসে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে। সেখান থেকে একটি স্লিপ দেওয়া হবে, ওই রশিদটি যত্ন করে রাখতে হবে। তথ্য মারফত জানা যাচ্ছে এপ্রিল মাসেই কেন্দ্রীয় সরকার আবেদনকারীদের ব্যাংক একাউন্টে সরাসরি টাকা দেবেন সেলাই মেশিন কেনবার। সত্ত্বর নিজের নাম নথিভুক্ত করতে ভুলবেন না কেউই। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগ করুন এবং স্বচ্ছন্দে জীবন কাটান।

PM Viswakarma Yojana Official Website – Click

Leave a Comment

JoinJoin