Eastern Railway : বড়ো সিদ্ধান্ত ইস্টার্ন রেলের, ভিড় কমাতে শিয়ালদা লাইনে চলবে 12 কোচের ট্রেন

Eastern Railway : ট্রেন যাত্রীদের জন্য বড় রকমের সুখবর দিল ইস্টার্ন রেলওয়ে (Eastern Railway)। কি সেই সুখবর তা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব আমরা আজকের এই প্রতিবেদনে। মানুষের দৈনন্দিন জীবনে রেলপথ (Indian Railway) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই রেলপথে যাতায়াত করেন। হাওড়া ডিভিশনের পাশাপাশি শিয়ালদা (Sealdah) ডিভিশনেও প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত রয়েছে, যা ট্রেনের ভিড়গুলিই প্রমান দেয়। তাই সেই ভিড় কমানোর তাগিদে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। স্কুল-কলেজ, অফিস যাত্রী এবং অন্যান্য পেশার সঙ্গে যুক্ত মানুষজনের একমাত্র ভরসা এই রেলপথ। ভারতে এমন কোন স্থান নেই যেখানে রেলপথ বিস্তৃত নেই, ভারতের সর্বত্র যোগাযোগের এক বড় মাধ্যমও বলা চলে এই রেলপথকে।

Eastern Railway

ট্রেনের যাতায়াতে যাত্রীরা যাতে স্বচ্ছন্দ বোধ করেন সেই দিকটি অবশ্যই রেল কর্তৃপক্ষের নজরে রাখা প্রয়োজন। বিশেষত শিয়ালদা ডিভিশনে যে মারাত্মক ভিড় লক্ষ্য করা যায় তা বলার অপেক্ষা রাখে না। অফিস টাইমে ট্রেন গুলিতে বাদুর ঝোলা ভিড় লক্ষ্য করা যায়। এভাবে যে কোন দিন যেকোনো সময় বড়সড়ো বিপদ ঘটে যেতে পারে যা হাওড়া ডিভিশনের ট্রেনে দেখা যায় না। এখানে যেভাবে ট্রেনের সংখ্যা বাড়ানো রয়েছে তাতে যাত্রীরা যথেষ্ট স্বচ্ছন্দে যাতায়াত করতে পারেন কারণ লোকাল ট্রেন আমাদের লাইফ লাইন বলা যায়। লোকাল ট্রেনের পাশাপাশি মেল ট্রেন, এক্সপ্রেস ট্রেনও যথেষ্ট গুরুত্ব রাখে। সেগুলির দিকেও যথেষ্ট নজর রাখা প্রয়োজন এবং প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা দরকার।

আরও পড়ুন : Madhyamik 2024 Result : কবে দেবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট? প্রকাশ্যে সম্ভাব্য তারিখ

Eastern Railway-র নতুন সিদ্ধান্তের বিস্তারিত তথ্য

হাওড়া ডিভিশনের চেয়ে শিয়ালদা ডিভিশনের ট্রেন চলাচলে যে মারাত্মক ভিড় দেখা যায় তার জন্য ১২ কোচের ট্রেন চালানোর ব্যবস্থা নিল পূর্ব রেল (Eastern Railway)। শিয়ালদহ উত্তর শাখার সমস্ত ট্রেনকে এবার ১২ কোচের ট্রেন করে দেওয়া হবে। প্রয়োজনে প্লাটফর্ম বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।আগামী ১৮ই ফেব্রুয়ারি চারটি প্লাটফর্ম বাড়ানোর কাজও শুরু হয়ে যাবে। এতদিন পর্যন্ত শিয়ালদা ডিভিশনে ১২ কোচের ট্রেন চললেও তা সংখ্যায় যথেষ্টই কম ছিল। আগামী দিন যাতে অফিস টাইমে ট্রেনের সংখ্যা বাড়ানো যায় সেই দিকটিও নজরে আনা হয়েছে। শিয়ালদার এক থেকে চার নম্বর স্টেশনের দৈর্ঘ্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে সিদ্ধান্ত গুলিকে সঠিকভাবে বাস্তবায়ন করা হলো কিনা তার দিকেও কড়া নজর রাখা প্রয়োজন এবং বাস্তবায়ন করা হলেও সেগুলি সঠিকভাবে চালনা করার দায়িত্ব নিতে হবে পূর্ব রেল কর্তৃপক্ষকেই।

আরও পড়ুন : Ujjwala Yojana : উজ্জ্বলা যোজনা নিয়ে নতুন নির্দেশিকা! পুনরায় জমা করতে হবে বায়োমেট্রিক তথ্য, জেনে নিন

Leave a Comment

JoinJoin