Old 5 Rs Note : ট্রাক্টরের ছবি দেওয়া এই ৫ টাকার নোট থাকলেই কেল্লাফতে, রাতারাতি হতে পারেন লাখপতি! জেনে নিন

Old 5 Rs Note : লটারি কেটে রাতারাতি লাখপতি হওয়ার খবর তো আমরা প্রায়শই শুনে থাকি। লটারি এমনই একটি ভাগ্যের খেলা যে ভাগ্য যার উপর সুপ্রসন্ন হবে তারই কেল্লাফতে। শুধুমাত্র লটারি কেটেই যে লাখপতি হওয়া যায় তা নয়। আজ আমরা এক গোপন সূত্র ফাঁস করতে চলেছি যাকে বলে ধনী হবার গোপন সূত্র। প্রতিটা মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কঠিন পরিশ্রম করে চলেছেন টাকা উপার্জন করবার জন্য। আজ আপনাদের হাতের কাছেই রয়েছে এমন এক সহজ পন্থা যাতে করে আপনি রাতারাতি হয়ে উঠতে পারেন লাখপতি। আসুন জেনে নিই সেই গোপন সূত্রটি সম্পর্কে দু-চার কথা।

টাকা আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু সেই টাকাতেই রয়েছে আবার কারসাজি যা আপনাকে রাতারাতি করে তুলতে পারে বড়লোক। কম-বেশি প্রতিটা মানুষেরই জীবনে বিভিন্ন রকম শখ থাকে কারোর গার্ডেনিং করা, কারোর গান-বাজনা করা, আঁকা, খেলাধুলা করা, গিটার বাজানো তো কারোর শখ থাকে পুরনো নোট কিংবা কয়েন জমিয়ে রাখার। এমন মানুষ খুঁজলে সংখ্যাটা নেহাত কম হবেনা। বলা চলে এবার তাদের জন্য রয়েছে সুখবর।

Old 5 Rs Note

বাজারে এই সমস্ত পুরনো কয়েন কিংবা নোটের মূল্য অচল হলেও বিশ্ববাজারে এর মূল্য অনেক।। একটু খোঁজ নিলেই জানা যাবে আজকাল এমন বহু পুরনো কয়েন বা নোট রয়েছে যা বিশ্ববাজারে বেশ চড়া দামে বিক্রি হয়। এই বিক্রি অফলাইন কিংবা অনলাইন দুটি ক্ষেত্রেই হয়ে থাকে। অনলাইনে চাইলেই কেউ Olx, Quikr, Ebay, Indiamart.com, CoinBazzar প্রমুখ ওয়েবসাইটে সহজেই বিক্রি করতে পারেন, তার জন্য ছোট্ট একটি পদক্ষেপের প্রয়োজন হয়, সেটি হল এই সমস্ত ওয়েবসাইটে গিয়ে নিজেকে সেলার বলে রেজিস্টার করা। তারপর নিজের কাছে থাকা পাঁচ টাকার নোটটির (Old 5 Rs Note) ছবি তুলে খুব সহজেই ওল্ড নোট সেল বলে লিখে বিক্রি করা। অফলাইনের ক্ষেত্রে বড় বড় বাজারে গিয়ে কয়েন বিক্রির খদ্দের খুঁজতে হবে যা বহুল কষ্টসাধ্য ব্যাপার।

Old 5 Rs Note : কত টাকা পাবেন এই নোট বিক্রি করে?

সাধারণ একটি নোটের রয়েছে এক অসম্ভব ক্ষমতা। আজ আমরা আলোচনা করবো পুরনো পাঁচ টাকার নোট (Old 5 Rs Note) দিয়ে কিভাবে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়। তবে যেকোনো পুরনো ৫ টাকার নোটের দাম ৬ লক্ষ টাকা নয়, সেই নোটের কিছু বিশেষত্ব থাকতে হবে সেগুলি হল নোটটিতে ট্রাক্টরের এবং কৃষকের চাষ করার ছবি অতি অবশ্যই প্রয়োজন। এছাড়াও নোটটির ক্রমিক সংখ্যা হতে হবে ৭৮৬। এই সমস্ত নোট সচরাচর ১৯৭০ থেকে ১৯৮০ সালের মধ্যে দেখা গিয়েছিল। অনেকেই আজকাল পুরনো নোট বিক্রির ব্যবসাও করে থাকছেন। তাতে মাস গেলে মোটা ইনকাম হচ্ছে । যেভাবে বেকারত্বের সংখ্যা দিন প্রতিদিন বাড়ছে তাতে বিনা ইনভেস্টমেন্টে এমন ব্যবসা করতে আগ্রহী হচ্ছেন অনেকেই।

Leave a Comment

JoinJoin