Indian Railway : অবিবাহিত মহিলাদের জন্য বিশেষ সুবিধা নিয়ে হাজির ভারতীয় রেল, শুনলে চমকে উঠবেন

Indian Railway : ভারতের প্রতিটি জায়গায় ভ্রমণের একমাত্র নিরাপদ মাধ্যম হলো রেলপথ। ভারতের এমন কোন জায়গা নেই যেখানে রেলপথের (Rail Line) বিস্তার ঘটেনি, তাই রেলপথকে ভারতের লাইফ লাইন বলা হয়। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে অনেকেরই অজানা, তবে জানলে বেশ অবাকই হতে হয়। আসুন জেনে নিই সেই বিষয়টি সম্পর্কে। মহিলাদের জন্য রেল পরিবহনেও নিরাপত্তার দিকটি খতিয়ে দেখা হয়। তাই কোন অবিবাহিত মহিলা যদি ট্রেনের টিকিট কাটতে যান তাঁর টিকিট কখনোই পুরুষের আধিক্য বেশি এমন কামরায় দেওয়া হয় না। আসুন জেনে নিই ভারতীয় রেল (Indian Railway) মহিলাদের ক্ষেত্রে আর কি কি সুবিধা দিয়ে থাকেন।

Indian Railway

মহিলাদের জন্য কি কি বিশেষ সুবিধা দিচ্ছে Indian Railway?

  1. দূরপাল্লার ট্রেন হোক কিংবা লোকাল ট্রেন সবেতেই মহিলাদের জন্য আলাদা কামরা থাকে, যেখানে মহিলারা সচ্ছন্দে যাতায়াত করতে পারেন। এমনকি সেই মহিলা কামড়াগুলিতে থাকে বেশ কিছু সংরক্ষিত সিটও।
  2. মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখেই কোন অবিবাহিত মহিলাকে রিজার্ভেশন টিকিট দেওয়া হয়ে থাকে। পুরুষদের আধিক্য বেশি এমন কোন বগিতে টিকিট দেওয়া হয় না। বিশেষভাবে এই দিকটি পর্যালোচনা করে তবেই কোন অবিবাহিত মহিলাকে রিজার্ভেশন টিকিট দেওয়া হয়। অনলাইন টিকিট কাটতে গেলেও এই দিকটি বিশেষভাবে খেয়াল রেখেই টিকিট দেওয়া হয় কোন মহিলাকে।
  3. ৪৫ বছরের ঊর্ধ্বে যে সমস্ত মহিলারা রয়েছেন তাঁরা রিজার্ভেশন টিকিটের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা পেয়ে থাকেন। যেমন একের অধিক টিকিট যদি বুক করে ফেলা হয় সে ক্ষেত্রে টিটির সাথে কথা বলে তা পরিবর্তন করা সম্ভব।
  4. বয়স্ক মহিলাদের ক্ষেত্রেও ভারতীয় রেলের রয়েছে বিশেষ ছাড়। ৫৮ বছরের মধ্যে যে সমস্ত মহিলারা রয়েছেন তারা টিকিটের মূল্যের ৫০ শতাংশ ছাড় পেয়ে থাকেন। যার ফলে অনেকটাই সুবিধা পেয়ে থাকেন বয়স্ক মহিলারা।

আরও পড়ুন : Somobyathi Prakalpa : প্রিয়জনের শেষকৃত্যে সাহায্য করবে রাজ্য সরকার! আবেদন করলেই পাবেন 2 হাজার টাকা

প্রত্যহ কোটি কোটি মানুষ এই রেল পরিবহন ব্যবস্থার মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করেন, নিঃসন্দেহে ভারতীয় রেল (Indian Railway) উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। মহিলাদের নিরাপত্তার দিকটি খেয়াল রেখেও যেভাবে প্রতিনিয়ত পরিকাঠামো ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে তা প্রশংসার যোগ্য, যাতে একজন মহিলা রেলপথে পরিবহন করেও সম্পূর্ণ নিরাপদ থাকেন তার জন্য নানান ব্যবস্থা নেওয়া হয়। ভারতীয় রেলের তরফ থেকে আশা করা যায় আগামী দিন এভাবেই মহিলাদের নিরাপত্তার দিকটি নজরে রাখা হবে।

আরও পড়ুন : Rupashree Prakalpa : মেয়ের বিয়ের চিন্তায় উড়েছে ঘুম? এইভাবে আবেদন করুন রূপশ্রী প্রকল্পে, পাবেন 25 হাজার টাকা

Leave a Comment

JoinJoin