DICGS Corporation : দেশের ভবিষ্যৎ ও ভরসার একমাত্র নাম ডিপোসিট ইন্সরেন্স অ্যান্ড গ্যারেন্টি কর্পোরেশন (Deposit Insurance And Credit Guarantee Corporation) সংক্ষেপে ডিআইসিজিএস কর্পোরেশন। গ্রাহকদের দুশ্চিন্তা মুক্ত করবার জন্য এর থেকে বিশ্বাসযোগ্য সংস্থা আর দ্বিতীয় কেউ হতে পারে না। সম্প্রতি রিজার্ভ ব্যাংকের (Reserve Bank Of India) নিয়ম না মেনে চললেই বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন আর্থিক সংস্থা।
বাতিল করে দেওয়া হচ্ছে সেই সমস্ত সংস্থা লাইসেন্স, আর লাইসেন্স বাতিল হয়ে গেলে আমানতকারী বা গ্রাহকদের অর্থ ফেরত দেওয়াও সেই সংস্থার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তাই গ্রাহকেরা পড়ছেন ক্ষতির মুখে। আগামী দিন যাতে তাঁরা এই ক্ষতির মুখে আর না পড়েন তার জন্য একমাত্র ভরসা ডিআইজিএস কর্পোরেশন (DICGS Corporation)। জানবো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে যেখানে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে এই সংস্থাটি সম্পর্কে এবং কিভাবে এতে লাভবান হতে পারবেন গ্রাহকেরা সেই দিকটিও তুলে ধরবো আমরা।
DICGS Corporation আসলে কী?
প্রথমেই জানতে হবে ডিআইসিজিএস কর্পোরেশন (DICGS Corporation) আসলে কি? এটি এমন একটি সংস্থা যাতে কোন গ্রাহক অ্যাকাউন্ট করলে প্রত্যেক অ্যাকাউন্টের প্রত্যেক গ্রাহকের ইন্সুরেন্স করা থাকে, যার ফলে সংস্থার কোন ইন্সল্ভেন্ট হয়ে গেলেও গ্রাহকেরা দেউলিয়া হয়ে যায় না। এর সাথে ভীষনভাবে মিল পাওয়া যাবে বীমা কোম্পানিগুলির। তবে কোনো গ্রাহক যদি ভেবে থাকেন তাঁর জমানো টাকা তা সে কারেন্ট কিংবা যে কোন অ্যাকাউন্টই থাকুক না কেন সম্পূর্ণ টাকাটি তিনি ফেরত পাবেন সে ক্ষেত্রে সেটি তার ভ্রান্ত ধারণা। সম্পূর্ণ টাকা কখনোই ফেরত পাওয়া সম্ভব নয়, হয়তো কিছু পরিমাণ টাকা সংস্থাটি থেকে আপনি পেতে পারেন।
আরও পড়ুন : Madhyamik 2024 Result : কবে দেবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট? প্রকাশ্যে সম্ভাব্য তারিখ
ডিআইসিজিএস কর্পোরেশনে (DICGS Corporation) কোন গ্রাহক যতই টাকা রাখুক না কেন পাঁচ লক্ষ টাকার বিমার বেশি সুবিধা তিনি পাবেন না অর্থাৎ পাঁচ লক্ষ টাকার উপরে কোন ব্যক্তি টাকা জমা করলে সে পাঁচ লক্ষ টাকাই ফেরত পাবেন। বাকি টাকা তাঁর ব্যয়ের খাতায় চলে যাবে। কোন ব্যক্তি যদি পাঁচ লাখ টাকার কম জমা রাখেন সে ক্ষেত্রে তিনি তাঁর সম্পূর্ণ টাকা ফেরত পাওয়ারই সম্ভাবনা প্রবল। তাই বুঝে শুনে জীবনের প্রতিটি পদক্ষেপ ফেলা উচিত, তা না হলেই ঝুঁকির সম্ভাবনা বেড়ে যায়। যাদের ঝুঁকি নেবার ক্ষমতা রয়েছে তাঁরাই এই সমস্ত ঝুঁকি-প্রবন জায়গায় টাকা রাখতে পারেন অন্যথায় ঝুঁকি না নেওয়াই শ্রেয়।
Official Website : Click