Digha Hotels : দুর্দান্ত ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের, এবার মাত্র ৪০ টাকায় দীঘায় পাবেন হোটেল! বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনের মাধ্যমে। বাঙালির কাছে ঘুরতে যাওয়ার তিনটি সবথেকে বড় জায়গা হচ্ছে দীপুদা। অর্থাৎ দীঘা, পুরী এবং দার্জিলিং। তবে এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে দীঘা (Digha) এবং দার্জিলিং। এই দুটি জায়গা পশ্চিমবঙ্গের মধ্যে ঘুরতে যাওয়ার জন্য সবথেকে বিখ্যাত। এর পাশাপাশি রয়েছে বকখালির মত জায়গা গুলিও। তবে এই সমস্ত জায়গায় ঘুরতে যাওয়ার আগে মাথায় আসে হোটেল রুমের (Hotel Room) ভাড়া। যা এমনিতেই বেশি এবং বেশিরভাগ সময় বাড়তেই থাকে।
কত খরচ পড়বে Digha Hotels-এর জন্য?
তবে এবার এই চিন্তা দূর করতে রাজ্য সরকারের (West Bengal Government) তরফে দেওয়া হয়েছে নতুন ব্যবস্থা। যার পরিপ্রেক্ষিতে মাত্র ৪০ টাকা থেকে মিলবে হোটেলে থাকার রুম। বিষয়টি অনেকের কাছেই অবিশ্বাস্য হলেও এই ভাবে বুকিং করলে কিন্তু ৪০ টাকা থেকেই রুম পাওয়া যাবে দীঘায় (Digha Hotels)। আর পাশাপাশি আপনি এই কম দামের রুমগুলি পাবেন বকখালি এবং দার্জিলিঙেও। এই ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গের শ্রমিক কল্যাণ দপ্তর। বিস্তারিত জানতে আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। যেখানে উল্লেখ রয়েছে দীঘা (Digha Hotels), দার্জিলিং, বকখালি, কলকাতা এবং শিলিগুড়িতে সস্তায় থাকার জন্য রুম দেওয়া হচ্ছে। তবে এই সকল রুমগুলি সস্তায় পেতে গেলে আপনাকে অবশ্যই শ্রমিক হতে হবে। শ্রমিক ছাড়া আপনি এই রুমগুলি ভাড়া পাবেন না।
আরও পড়ুন : Madhyamik Result 2024 : মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড়ো ঘোষণা শিক্ষা মন্ত্রীর, সতর্কবার্তা দেওয়া হল শিক্ষক-শিক্ষিকাদের
এই ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ডবল বেডের জন্য দিতে হবে ৮০ টাকা এবং ৪ ও ৫ বেডের জন্য দিতে হবে ১০০ টাকা। ১৬ বেডের ডরমেটরি রুম নিতে হলে খরচ করতে হবে ৩২০ টাকা। এই রুমগুলি আপনার জন্য ৩০০ থেকে ২৮০০ টাকার মধ্যে ভাড়া পড়বে। বকখালিতে নন এসি রুমের জন্য ভাড়া দিতে হবে ৮০ টাকা, এসি কটেজের জন্য ভাড়া দিতে হবে ৫০০ টাকা, ২০ বেডের ডরমেটরি রুমের জন্য দিতে হবে ৪০০ টাকা। দার্জিলিংয়ে ১০ বেডের ডরমেটরি রুমের জন্য দিতে হবে ৫০০ টাকা, দুই বেডের রুমের জন্য ১০০ টাকা এবং তিন বেডের রুমের জন্য ১৫০ টাকা খরচ করতে হবে। শিলিগুড়ি এবং কলকাতায় যে গেস্ট হাউস রয়েছে সেগুলিতে মাথাপিছু খরচ হবে মাত্র ৫০ টাকা। আপনি যদি শ্রমিক না হয় এই রুমগুলিতে থাকতে চান তবে সেক্ষেত্রে আপনাকে ভাড়া একটু বেশি ঘুরতে হবে কিন্তু অন্য আর নবী সরকারি হোটেল বা লজ গুলির থেকে ভাড়া অনেকটাই কম।
আরও পড়ুন : Madhyamik 2024 Result : কবে দেবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট? প্রকাশ্যে সম্ভাব্য তারিখ
Official Website | Click |