UPI App : কোন কোন দেশে ইউ পি আই অ্যাপ ব্যবহার করতে পারবেন ভারতীয়রা? জেনে নিন

UPI App : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) স্বপ্ন ডিজিটাল ভারত, যে কারণে দিনে দিনে ইউপিআই পেমেন্টের (UPI Payment) প্রাধান্য ও বিস্তার লাভ করেছে। ছোটখাটো দোকান থেকে বড় শপিংমল সর্বত্রই এখন ইউপিআইএ (UPI App) লেনদেন চলে। এক কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপায়িত হচ্ছে। এই ইউপিআই (UPI App) লেনদেনকে নিয়েই এক বড় ঘোষণা করা হয় যেখানে এবার থেকে ভারতের বাইরেও ভারতীয়রা ইউ পি আই (UPI) ব্যবহার করে লেনদেন করতে পারবেন।

UPI App

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রীলংকা ও মরিশাসে ইউপিআই এবং রূপে কার্ড পরিষেবা উদ্বোধনের যোগ দিয়েছিলেন, এটি ছিল একটি ভার্চুয়াল ইভেন্ট যেখানে বলা হয় ইউপিআই অর্থাৎ ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস এই পরিষেবা গুলি এখন থেকে মরিশাস এবং শ্রীলঙ্কাতেও পাওয়া যাবে, যে কারণে নিজের সোশ্যাল মিডিয়াতেও প্রধানমন্ত্রী পোস্ট করেন শ্রীলঙ্কা এবং মরিশাসে ভারতের যে ইউ পি আই পরিষেবার সূচনা হয়েছে তা আমাদের দেশের মধ্যে শক্তিশালী সংযোগের উপরেই জোর দেয়।

আরও পড়ুন : Jio Recharge Plan : সাশ্রয়ী মূল্যের সেরা প্ল্যান নিয়ে হাজির Jio, বিনামূল্যে পাবেন 14টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন

ইউপিআই পেমেন্ট এখন মানুষের একমাত্র ভরসাযোগ্য কেন কারণ ইউপিআই ব্যবহারকারীদের একাধিক ব্যাংক একাউন্ট অন্য পক্ষের কাছে ব্যাংক একাউন্টের বিবরণ প্রকাশ না করেই খুব সহজেই অর্থ ট্রান্সফার করে দেয়। আসুন জেনে নিই ভারতীয়রা এবার থেকে কোন কোন দেশে ইউপিআই এর মাধ্যমে অর্থ প্রদান করতে পারবেন।

কোন কোন দেশে ব্যবহার করতে পারবেন UPI App?

  • ওমান : ২০২২ সালের চৌঠা অক্টোবর এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এন পি সি আই এন আই পি এল সিবি ওর মধ্যে যাতে এবার থেকে ভারত ও মনের মধ্যে রিয়েল টাইম ক্রস কোয়াটার রেমিনেন্সের অংশ-দারিত্ব গড়ে উঠেছে। ইউপিআই এর মাধ্যমে ভারতীয় পর্যটকেরা খুব সহজেই অর্থ প্রদান করতে পারবে।
  • মরিশাস: ভ্রমণ পিপাসু ভারতীয়রা এখানে আসার ইচ্ছা রাখেন সেক্ষেত্রে মরিশাসে বেড়াতে এলে যে কোন ভারতীয় পর্যটকই ইউপিআইয়ের মাধ্যমে অর্থ প্রদান করতে পারবেন। একইভাবে মরিশাসের কোন পর্যটকও ভারতে এসে অর্থ প্রদান করতে সক্ষম হবেন ইউপি আই অ্যাপের মাধ্যমে। মরিশাসের পর্যটকেরাও আইপিএস অ্যাপ ব্যবহার করে ভারতে এসে ভ্রমণ করতে পারবে।
  • ভুটান : আর এম এ ও এন আই পি এলের যৌথ উদ্যোগে ভুটানে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই চালিত BHIM অ্যাপ চালু হয়েছে।
  • শ্রীলংকা : শ্রীলংকার ব্যবসায়ীরাও এখন ইউ পি আইয়ের মাধ্যমে অর্থ আদান-প্রদান করছেন। তাই শ্রীলঙ্কায় ব্যবসায়ীদের কিউআর কোড ভিত্তিক অর্থ প্রদান সম্ভব।

আরও পড়ুন : Airtel Recharge Plan : বিপাকে Jio-Vi! গ্রাহকদের জন্য দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Airtel, জেনে নিন

এছাড়াও নেপালের বাসিন্দারা ইউ পি আইয়ের মাধ্যমে ভারতে ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। সম্প্রতি ইউপিআইয়ের মাধ্যমে আন্তর্জাতিক অর্থ প্রদানও করা সম্ভব হচ্ছে। তার জন্য ফোন পে কিংবা গুগল পে-তে গিয়ে ইউপিআই ইন্টারন্যাশনাল অপশন টি অ্যাক্টিভেট করা প্রয়োজন। বর্তমানে ইউপিআই এক অত্যন্ত শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। আগামী দিনে ভারত যে ডিজিটালাইজেশনে শীর্ষস্থানে পৌঁছে যাবে তা নিয়ে কোনো দ্বিমত নেই।

Leave a Comment

JoinJoin