Business Idea : নামমাত্র খরচে শুরু করুন দুর্দান্ত এই ব্যবসা, লাভ দেখলে হবেন অবাক

Business Idea : চাকরি হল দাসত্বের অপর নাম, তাই অনেকেই তা পছন্দ করেন না, বরং নিজের স্বাধীনে ব্যবসা (Business Idea) করতে চান অনেকেই। অপরদিকে ব্যবসা করতে প্রয়োজন পড়ে পুঁজির। সেই পুঁজির অভাবে অনেকেই ব্যবসা করার কথা ভেবে উঠতে পারেন না। আজকে আমরা এমন কিছু ব্যবসার (Businesses Idea) খোঁজখবর দেবো যাতে পুঁজি লাগবে যত সামান্য লাভ হবে নজরকাড়া। পুঁজিহীন ব্যবসায় আগ্রহী হয় অনেকেই কারণ সেখানে ক্ষতির সম্ভবনা থাকে না। আসুন দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে তেমনি কয়েকটি ব্যবসার আইডিয়া (Business Idea) যেগুলিকে অনেকেই নিজের জীবনে কাজে লাগাতে পারেন এবং লাভবান হতে পারেন।

নিম্নে অনেকগুলি Business Idea সম্পর্কে আলোচনা করা হল

  • মেকআপ আর্টিস্ট : যে ব্যবসাটির কথা আমরা বলতে চলেছি তা সম্পূর্ণ মহিলাদের জন্য আদর্শ। সাম্প্রতিক কালে বিভিন্ন পার্টি মেকআপ থেকে শুরু করে প্রিয় এডিং সুট, ওয়েডিং ফটোশুট চলছে আর তার জন্য দরকার পারফেক্ট মেকাপের। এবার সেই বিউটি পার্লারের কোর্স করেই নিজেই নিজেকে স্বনির্ভর করে তুলতে পারেন নিজের কাজের ক্ষেত্রকে বাড়িয়ে তুলতে পারেন। সে সুযোগ করে দেবে সোশ্যাল মিডিয়া কারণ সোশ্যাল মিডিয়া এখন সব থেকে বড় প্ল্যাটফর্ম যা বিজ্ঞাপনের কাজ করে।
  • মাশরুমের চাষ : বর্তমানে মাশরুমের চাহিদা চোখে পড়ার মতো আগে বাঙ্গালীদের মধ্যে তেমন চাহিদা না থাকলেও এখন বাঙ্গালীদের মধ্যেও বেশ জনপ্রিয় খাবার এটি। তাই স্বল্প পুঁজিতে এটি একটি লাভজনক ব্যবসা হতে পারে। সঠিক পরিবেশে এটি চাষ করতে পারলে সহজে লাভবান হওয়া যায়।
Business Idea

আরও পড়ুন : PM Kisan Yojana : সমস্ত অপেক্ষার অবসান, এইদিন ঢুকবে প্রধানমন্ত্রী কিষান যোজনার ১৬-তম কিস্তির টাকা

  • আচারের ব্যবসা : সঠিকভাবে কোন সংগঠনের তরফ থেকে প্রশিক্ষণ নিয়ে যদি আচার ব্যবসা করা যায় তাহলে যথেষ্ট লাভজনক হতে পারে। এই ব্যবসায় পুঁজিও লাগে যৎসামান্য। এই ব্যবসার চাহিদাও প্রচুর।
  • মাল্টি বিজনেস আইডিয়া : মাল্টি বিজনেস অর্থাৎ একসাথে একাধিক ব্যবসা ক্ষেত্রেও রয়েছে লাভের সুযোগ। কোন ব্যক্তি যদি একটি ব্যবসার সাথে আর অন্যান্য ব্যবসা যুক্ত করেন সে ক্ষেত্রে আলাদা করে প্রচারের প্রয়োজন পড়ে না। লাভও হয় যথেষ্ট যেমন কোন ব্যক্তি যদি শাল কুর্তি চুড়িদার ওড়না ইত্যাদি বিক্রির সাথে সাথে যদি মহিলাদের রূপচর্চার প্রোডাক্ট রাখে সেটিও বিক্রি হবে সহজে।
  • পাখি পালন : পাখি পালনও একটি ভালো ব্যবসা। অনেকেই বাড়িতে পায়রা কোয়েল পাখি ইত্যাদি পুষে থাকেন কিন্তু সেটি যদি প্রকৃতভাবে ব্যবসায়িকগতভাবে তা শুরু করা যায় সে ক্ষেত্রে যথেষ্ট লাভবান হতে পারে সেই ব্যক্তি।

আরও পড়ুন : Mahila Samman Savings Certificate : মহিলাদের জন্য দুর্দান্ত স্কিম! স্বল্প বিনিয়োগেই পাবেন ৭.৫% হারে রিটার্ন, জানুন বিস্তারিত

একাধিক ব্যবসার (Business Idea) সন্ধান দেওয়া হলো আজকের এই প্রতিবেদনে যেখানে যেকোনো একটি ব্যবসা পছন্দসই হয়ে উঠতেই পারে আপনার এবং পরিকল্পনা মাফিক ঠিক করে নিয়ে শুরু করে দিলেই আপনিও হয়ে উঠতে পারেন স্বনির্ভর এবং সাথে লাভবান। এই ধরনের প্রতিবেদন আরও পেতে অবশ্যই আমার ওয়েবসাইট www.plusbangla.com ফলো করতে ভুলবেন না।

Leave a Comment

JoinJoin